কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করা হোক কিংবা দিল্লিতে ঝটিকা সফরে গিয়ে দু’জনের আলাপ, বৈঠক৷ দেশের রাজধানীতে বরাবর এক মঞ্চে দেখা গিয়েছে তাঁদের৷ এবার জনতার বিপুল সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতায় বসতে চলা অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
জানা গিয়েছে, আগামী রবিবার দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন কেজরিওয়াল৷ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান৷ অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার কথা জানিয়েছেন৷ আগামী রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শনিবার কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বাংলার মুখ্যমন্ত্রী৷ রবিবার রামলীলা ময়দানে তৃতীয়া দফায় আম আদমি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতাকে৷
এর আগে ফলাফল ঘোষণা হওয়ার পর অরিবন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ এই জয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বিজেপির ঘৃণ্য রাজনীতিকে পরাস্ত হয়েছে৷ বিজেপি জেতার জন্য সর্বস্ব দিয়েছিল৷ কিন্তু, তাও জিততে পারেনি৷ মানুষ বিজেপির ঘৃণ্য রাজনীতি পছন্দ করেনি৷ মানুষ উন্নয়ন চায়, কাজ চাই৷ রাজনীতি হোক উন্নয়ন ও শান্তির জন্য৷ মমতার আরও দাবি ছিল, ‘‘বিজেপি প্রথম ধাক্কা খেয়েছিল মহারাষ্ট্রে৷ তারপর ঝাড়খণ্ডে৷ আজ দিল্লিতে হার বিজেপির৷ এই জনমত স্পষ্ট, লোকসভা ভোটে বিজেপি ম্যানেজ করে জিতেছিল৷ ফেক খবর ছড়িয়ে, টাকা দিয়ে ঘৃণা ছড়িয়ে বিজেপি৷”