কৃতজ্ঞতা জানাতে শনিবার জঙ্গলমহলের প্রাণ কেন্দ্রে যাচ্ছেন মমতা

কৃতজ্ঞতা জানাতে শনিবার জঙ্গলমহলের প্রাণ কেন্দ্রে যাচ্ছেন মমতা

কলকাতা:  শনিবার অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রের খবর, ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলন এবং বিশ্ব আদিবাসী দিবস রয়েছে৷ সেই উপলক্ষ্যেই জঙ্গলমহলের প্রাণ কেন্দ্র ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷

স্বভাবতই, মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে জঙ্গল মহলে পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে৷ কারণ, উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি শনিবার ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী৷ পরের দিন অর্থাৎ রবিবার পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের বন্যা বিধ্বস্ত ঘাটাল সফরেও যেতে পারেন মুখ্যমন্ত্রী৷ যদিও রাজ্যের প্রশাসনিক প্রধানের ঘাটাল সফর নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই নবান্ন সূত্রের খবর৷

একটা সময় গুলি, বোমার আওয়াজে ঘুম ভাঙত জঙ্গলবাসীর৷ পালা বদলের পর নেই সেই মাও, নেই সেই অশান্তিও৷ উলটে জঙ্গলমহলে উন্নয়নে ধারা এসেছে৷ তবু গত লোকসভায় জঙ্গলবাসী মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূলের দিক থেকে৷ একুশের ভোট প্রচারে তাই বারে বারে জঙ্গলমহলে গিয়ে মানুষের কাছে নিজেদের ভুল শুধরে নেওয়ার আর্জি জানিয়েছিলেন মমতা৷ ফল বেরাতে দেখা যায়, লোকসভার হিসেব উলটে বিধানসভায় জঙ্গলমহল আস্থা রেখেছে ‘বাংলার মেয়ে’তেই৷ মা, বোনের উপুড় করা ভোট গিয়েছে তৃণমূলের ঝুলিতে৷ স্বভাবতই, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে জঙ্গলমহলে পা রাখার পর কৃতজ্ঞতাস্বরূপ নেত্রী কি পাল্টা বার্তা দেন সেদিকেই তাকিয়ে জঙ্গলমহলের মানুষও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *