পাহাড় থেকেই ফিরেই গোয়া সফর মমতার! সংগঠনে নজর

পাহাড় থেকেই ফিরেই গোয়া সফর মমতার! সংগঠনে নজর

কলকাতা: ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ অক্টোবর তাঁর কলকাতায় ফেরার কথা। তবে এবার জানা গেল যে, সেদিন কলকাতায় ফিরেই আবার গোয়া সফরে যাবেন তিনি। আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে থাকছেন না। তবে তিনি গোয়া থেকে ১ নভেম্বর ফিরবেন বলে জানা গিয়েছে। 

বাংলার বিধানসভা নির্বাচন বিপুল অঙ্কে জেতার পর এখন একাধিক রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে ঘাসফুল শিবিরের নিশানায় রয়েছে ত্রিপুরা এবং গোয়া। দুই রাজ্যেই সংগঠনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল বাহিনী। যোগদান পর্ব যেমন চলেছে, তেমনই পার্টি অফিসের কাজও এগিয়েছে। সবমিলিয়ে এই রাজ্যগুলিতে আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক মাটি আরও শক্ত করতে বদ্ধপরিকর মমতা শিবির। ত্রিপুরাতে অনেকে তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে, কিছু দিন আগেই কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো। এর পর একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্ব একে একে যোগ দিয়েছেন তৃণমূলে। তখন থেকেই সেই রাজ্যে সংগঠনের কাজ শুরু করেছে তৃণমূল প্রতিনিধি দল। এবার রাজ্য সফরে যাচ্ছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

উল্লেখ্য, ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর দুদিন কার্শিয়াং যাবেন মমতা কিন্তু এই সফরে তিনি দার্জিলিং যাচ্ছেন না বলেই আপাতত জানা গিয়েছে। তিন দিনের সফর শেষ করার পর আগামী ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার বৃষ্টির কারণে একদিকে যেমন পাহাড়ের রাস্তা ঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক অন্যদিকে ধসের কারণে জনজীবন ব্যাহত। এমনকি রাজ্যের একাধিক জেলার বহু পর্যটক পাহাড়ে আটকে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতেই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =