মমতা ভেজাল হিন্দু, দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান: শুভেন্দু

মমতা ভেজাল হিন্দু, দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান: শুভেন্দু

নন্দীগ্রাম: মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভেজাল হিন্দু’! নজিরবিহীনভাবে ধর্ম নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামে সভা করে তিনি মমতার পদবি নিয়েও আক্রমণ করতে ছাড়েননি। বলেছেন, বন্দোপাধ্যায় পদবি হলেও নিজেকে হিন্দু বলতে হচ্ছে মমতাকে! এখন তিনি ইনশাআল্লাহ বলা ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘হীরক রাজার দেশে’র সংলাপ অনুকরণে শুভেন্দু স্লোগান তুলেছেন, “দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান”! 

এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দলীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে একটি মিছিল করে বিজেপি। সেখানেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভেজাল হিন্দু’ বলে চরম আক্রমণ করেন। পাশাপাশি গতকাল তাঁর চণ্ডীপাঠের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এদিন বলেন, বন্দোপাধ্যায় পদবি হওয়া সত্বেও নিজেকে হিন্দু বলে প্রমাণ করতে হচ্ছে মমতাকে। আজকাল আর তাঁর মুখ থেকে ইনশাআল্লাহ শোনা যাচ্ছে না, এখন শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলছেন। এর পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র অবদান নেই বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ফের একবার হুঙ্কার দিয়ে শুভেন্দু দাবি করেন, আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে হারিয়েই ছাড়বেন। তিনি আরো বলেছেন, এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানির মালকিন। এখানকার কোনো কিছুই তিনি জানেন না। 

আরও পড়ুন: ১৪ বছর পর ফের বঙ্গ রাজনীতির কেন্দ্রে নন্দীগ্রাম, ভোট উত্তাপে ফুটছে বাংলা

এদিন শিব মন্দিরে পুজো দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সেখানে মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হলদিয়ার মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পেশ করলেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নন্দীগ্রামের অপর নাম সংগ্রাম! একই সঙ্গে নিজেকে স্ট্রিট ফাইটের হিসেবে বিশ্বাস করেন বলে দাবি করেছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাশাপাশি আশা করছেন, নন্দীগ্রামে মানুষ তাঁকে জেতাবেন, একইসঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও জয়লাভ করবেন। ছবি: (বাঁদিকে) শুভেন্দু অধিকারী, (ডান দিকে) সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবির অংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + thirteen =