নন্দীগ্রামে আহত মমতা: পদ হারালেন DM-SP ও নিরাপত্তা অধিকর্তা

নন্দীগ্রামে আহত মমতা: পদ হারালেন DM-SP ও নিরাপত্তা অধিকর্তা

7444334a007a2164611a6bf2f2ee4055

 

কলকাতা:  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার ঘটনায় নির্বাচন কমিশন নিরাপত্তার গাফিলতিকেই দায়ী করেছে৷ তার নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেকটর সিকিউরিটি বিবেক সহায়ের বিরুদ্ধে কড়া শাস্তির সুপারিশ করা হয়েছে বলে মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর৷ একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ডিএ ও এসপি এবং নিরাপত্তা অধিকর্তাকে৷

জেলা, রাজ্য প্রশাসন এবং কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষকের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে নির্বাচন কমিশন জানিয়েছে, ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা যথাযথ ছিল না৷ পাশাপাশি মমতা নিজের সুরক্ষা বিধি ভেঙেছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ তার জন্য নির্দিষ্ট বুলেটপ্রুফ গাড়ি থাকলেও তিনি সাধারণ গাড়িতে এবং তার ডিরেকটর সিকিউরিটি মমতার গাড়িতে বসেছিলেন বলে রিপোর্টে জানানো হয়েছে৷ এই গাফিলতির ফল আরও মারাত্মক হতে পারতো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ নিরাপত্তার দায়িত্বে থেকেও যেসব আধিকারিক তাদের যথাযথ দায়িত্ব পালন করেননি তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেওয়া হয়েছে৷
 

নন্দীগ্রামকাণ্ডে মমতার নিরাপত্তায় গাফিলতি থাকার দায়ে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক সরিয়ে দিয়ছে নির্বাচন কমিশন৷ ওই জেলার পুলিশ সুপার ও নিরাত্তা অধিকার্তাকেও সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন৷ পূর্ব মেদিনীপুরে জেলাশাসক ছিলেন বিভূ গোয়েল৷ তাঁর পরিবর্তে নতুন জেলাশাসক পদে আসছেন স্মিতা পাণ্ডে৷ পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারকে সাসপেন্ড করা হয়েছে৷ পুলিশ সুপার ছিলেন প্রবীণ প্রকাশ৷ নতুন পুলিশ সুপার হচ্ছেন সুনীল কুমার যাদব৷ এই সঙ্গে সাসপেন্ড করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *