ভোট আবহে বাড়ছে করোন, এক দফায় হোক বাকি ভোট, হাতজোড় করে আর্জি মমতার

ভোট আবহে বাড়ছে করোন, এক দফায় হোক বাকি ভোট, হাতজোড় করে আর্জি মমতার

কালিয়াগঞ্জ:   দেশজুড়ে ফের করোনার কালো ছায়া৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ৷ এরই মধ্যে বাংলায় চলছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব৷ পাঁচ দফা ভোট হয়ে গিয়েছে৷ বাকি আরও তিন দফা৷ এই তিন দফা ভোট এক দফার করার দাবি উঠলেও, কার্যত তা ‘না’ করে দেয় কমিশন৷ কমিশনের বক্তব্য, তিন দফার ভোট এক দফায় কারানোর জন্য যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, তা দেওয়া সম্ভব নয়৷ এদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সভা থেকে ফের কমিশনের কাছে বাকি থাকা ভোট এক দফায় করানোর আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ফের লকডাউনের পথে বাংলা? আতঙ্ক নয়, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী

এদিন তিনি বলেন, সারা দেশে কোভিড সংক্রমণ বাড়ছে৷ এর মধ্যেই আমাদের নির্বাচনী সভা চালিয়ে যেতে হচ্ছে৷ তবে এখনও দীর্ঘ সভা করার সময় নয়৷ এই সময় নিজেদের রক্ষা করতে হবে৷ আজকে যে ভাবে কোভিড বাড়ছে, তার জন্য দায়ী বিজেপি৷ গত ছয় মাস যখন করোনা ছিল না, সেই সময় ভ্যাকসিন দেওয়া হয়নি৷ সে কারণেই সারা দেশজুড়ে ফের কোভিড বাড়তে শুরু করেছে৷ মমতা বলেন, আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন এইটুকু বলতে এসেছি৷ আমাদের একই সঙ্গে কোভিড আর ভোট, দুটি নিয়েই লড়ছি৷ নির্বাচন কমিশনের কাছে হাত জোড় করে অনুরোধ করব, বাকি তিন দফার ভোট একদিনে করে দিক৷ একদিনে না হলে অন্তত দু’দিনে করা হোক৷ তাতে অন্তত একটা দিন বাঁচানো যাবে৷ তাঁর কথায়, বিজেপি’র কথা শুনে হেয়ালি করবেন না৷ মানুষের জীবন নিয়ে খেলবেন না৷ এটা আমার অনুরোধ৷ 

আরও পড়ুন- করোনা সঙ্কটেও মোদীর কোনও জনসভা বাতিল হবে না বাংলায়! স্পষ্ট জানাল বিজেপি

এরই মধ্যে বিজেপি’ হঠানোর ডাক দিয়ে মমতা বলেন, রাজনৈতিকভাবে বিজেপি’কে কবর দিতে হবে৷ বিজেপি’কে পরাস্ত করতে হবে৷ তৃণমূল সুপ্রিমো বলেন, আপনাদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে৷ আমি এনআরসি, এনপিআর করতে দেব না৷ সেই সঙ্গে তিনি বলেন, জিতে আবার আসব এখানে৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কোভিড পরিস্থিতিতে মমতার সভা কাটছাঁট, দুষলেন বিজেপিকে

কোভিড পরিস্থিতিতে মমতার সভা কাটছাঁট, দুষলেন বিজেপিকে

চাকুলিয়া:  কোভিড পরিস্থিতিতে সময়ে কাটছাঁট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তর দিনাজপুরের সংক্ষিপ্ত সভা করলেন তিনি৷ এদিন বিজেপি’র বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি কোভিড নিয়েও সচেতনতার বার্তা দিলেন তিনি৷ রাজ্যে কোভিড পরিস্থিতির জন্য এক হাত দিলেন কেন্দ্রকে৷  

আরও পড়ুন- EVM-এর গাড়িতে BJP-র এজেন্ট! TMC-র অভিযোগে কী বার্তা প্রশাসনের?

এদিন মমতা বলেন, ক্ষমতায় এলে সব কাজ করে দেওয়া হবে৷ কিন্তু ভোট নষ্ট করলে চলবে না৷ বিজেপি ক্ষমতায় এলে এনআরসি, এনপিআর চালু করে দেবে৷ তাই কোভিড আক্রান্ত হলেও সন্ধে ছ’টার পর বুথে গিয়ে ভোট দিন৷ বাকিরা সকাল সকাল ভোট দেবেন৷ তাঁর কথায়, এখন রমজান মাস চলছে৷ অন্যদিকে রয়েছে অন্নপূর্ণা পুজো, রামনবমী৷ এই সময় কোনও ভেদাভেদ ছাড়াই সব উৎসব পালন করতে হবে৷ কোনও দাঙ্গা করা যাবে না৷ শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে মানুষ মেরেছে৷ এই বুলেটের বদলে আমরা ব্যালট চাই৷ 

আরও পড়ুন – আইকোর মমলায় ED-র তলব এড়ালেন মানস, হাসপাতালে ভর্তি বিকাশ মিশ্র

তৃণমূল সুপ্রিমো বলেন, আজকে কোভিডের জন্যও বিজেপি দায়ী৷ গত ৬ মাস ভ্যাকসিন দেয়নি, কোনও ওষুধ দেয়নি কেন্দ্র৷ সে কারণেই আবার কোভিড হতে শুরু করেছে৷ এরই মধ্যে সকলকে সুস্থ থাকতে হবে৷ আর ভোটে খেলা হবে৷ তাঁর কথায়, বিজেপি’কে একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বার করে দিন৷ ওঁরা গুণ্ডাবাজ, দাঙ্গাবাজের দল৷ ওদের একহাতে ঝাণ্ডা আর অন্য হাতে ডাণ্ডা৷ মানুষ প্রতিবাদ করলেই ওঁরা গুলি চালায়৷ তাই বিজেপি’কে মাঠের বাইরে বার করে দিতে হবে৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *