ভাঙা চাল দিয়ে হবে জ্বালানি, তৈরি হচ্ছে ডেটা সেন্টার, আসছে নতুন শিল্প পলিসি

ভাঙা চাল দিয়ে হবে জ্বালানি, তৈরি হচ্ছে ডেটা সেন্টার, আসছে নতুন শিল্প পলিসি

পানাগড়: পানাগড় থেকে একের পর এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, খুব শীঘ্রই তৈরি করা হবে তাজপুর পোর্ট৷ কেন্দ্রের জন্য এতদিন প্রতীক্ষা করতে হয়েছে৷ তবে আর দেরি হবে না৷ পাশাপাশি তৈরি হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডর৷ ডানকুনি থেকে রঘুনাথপুর যুক্ত হবে অমৃতসরের সঙ্গে৷

আরও পড়ুন- আগামী ১০০ বছরে বাংলায় বিদ্যুতের অভাব হবে না, ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী আরও বলেন, ডানকুনি থেকে পানাগড় ও বড়জোড়া হয়ে রঘুনাথপুরে গিয়ে যে শিল্পাঞ্চল হবে তার নাম দেওয়া হয়েছে জঙ্গলমহল সুন্দরী৷ এর জন্য ইতিমধ্যেই জমি নেওয়ার কাজ শুরু হয়েছে৷ বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা৷ তাঁর কথায়, এখানে লক্ষাধিক কর্মসংস্থান হবে৷ তাছাড়া পানাগড় পদে ৮ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলেও তিনি জানান৷ যেখানে ২৫ হাজার মানুষ কাজ পাবে৷ এছাড়াও দুর্গাপুর-জামুরিয়া, হাওড়া জামালপুরে সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে৷ সেখানে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷ 

মুখ্যমন্ত্রী আরও জানান, শিল্পকে তুলে ধরার জন্য দুটি নতুন পলিসি আনা হচ্ছে৷ তার মধ্যে একটি এথেনাল প্রোডাকশন প্রোমোশন পলিসি৷ তিনি বলেন, বায়ো ফুয়েল হিসাবে ইথানলের গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ পেট্রোল ডিজেলের সঙ্গে ইথানলকে ব্যবহার করা হচ্ছে৷ যা তৈরি হয় ভাঙা চাল থেকে৷ চাষিদের ভেঙে যাওয়া চাল আর কম দামে বিক্রি করতে হবে না৷ ফলে একদিকে ইথানল কোম্পানি হবে, অন্যদিকে উপকৃত হবেন কৃষকরা৷ এই সংস্থায় কাজ পাবেন ৪৮ হাজার মানুষ৷  

 
পাশাপাশি রাজ্যে গড়ে তেলা হবে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি৷ ডেটা হ্যান্ডিলিং ও স্টোরেজের হাব গড়ে তোলা হবে৷ যা বাংলার পাশাপাশি প্রতিবেশি রাজ্যকেও সাহায্য করবে৷ বাংলাদেশ, নেপাল এবং ভূটানেরও তথ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা বাংলা মেটাতে পারে। ডেটা সেন্টারগুলিকে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। অনুমোদন থেকে শুরু করে সহজ শংসাপত্র পাওয়ার ব্যাপারেও সাহায্য করা হবে। মমতা বললেন, ‘‘আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে ৪০০ মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হবে বাংলায়।  তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ২৪ হাজার চাকরি হবে।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

পুলিশকে নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছে, তাঁদের শুভবুদ্ধি উদয় হোক: মমতা

পুলিশকে নিয়ে অনেকেই ব্যঙ্গ করেছে, তাঁদের শুভবুদ্ধি উদয় হোক: মমতা

 

কলকাতা:  পশ্চিম বর্ধমানে আজ মুখ্যমন্ত্রীর সফর পানাগড়ে৷ পানাগড় শিল্পতালুকে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৪০০ কোটি টাকার এই প্রকল্প শুরু হলে কর্ম সংস্থান হবে বহু যুবকের৷ এই কারখানার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর এই সফর ঘিরে কড়া নিরাপত্তাবলয়ে দুর্গাপুর৷ 

আরও পড়ুন- ED-র তবল সত্ত্বেও আজ দিল্লি যাচ্ছেন না অভিষেক পত্নী রুজিরা

এদিন বক্তব্যের শুরুতেই পুলিশ দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানান তিনি৷ মমতা বলেন, পুলিশ, সাংবাদিক, চিকিৎসক ও রাজনৈতিক নেতাদের কোনও ছুটি থাকে না৷ কিন্তু অনেকেই পুলিশকে নিয়ে অনেক ব্যঙ্গোক্তি করেছেন৷ আশা করি তাঁরা শুধরে নেবেন৷ হাজারটা ভালো কাজের মাঝে একটা ভুল হতেই পারে৷ এর জন্য গোটা ফোর্সকে বদনাম করা উচিত নয়৷ যাঁরা এটা করেছেন তাঁদের শুভবুদ্ধি উদয় হোক৷

 

আরও পড়ুন- বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা খনি হবে দেউচা-পাচামি, হবে লক্ষাধিক কর্ম সংস্থান, ঘোষণা মমতার

পাশাপাশি তিনি জানান, মায়াপুরে ওয়ার্ল্ড হেরিটেজ টাউন হচ্ছে ৭০০ একর জমির উপরে৷ কোচবিহারেও একটি হেরিটেজ টাউন হচ্ছে৷ বাংলাই একমাত্র রাজ্য, যেখানে দুটি হেরিটেজ শহর থাকবে৷ দীঘাতে শুরু হবে স্রোতস্বীনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =