পানাগড়: পানাগড় থেকে একের পর এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, খুব শীঘ্রই তৈরি করা হবে তাজপুর পোর্ট৷ কেন্দ্রের জন্য এতদিন প্রতীক্ষা করতে হয়েছে৷ তবে আর দেরি হবে না৷ পাশাপাশি তৈরি হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডর৷ ডানকুনি থেকে রঘুনাথপুর যুক্ত হবে অমৃতসরের সঙ্গে৷
আরও পড়ুন- আগামী ১০০ বছরে বাংলায় বিদ্যুতের অভাব হবে না, ঘোষণা মমতার
মুখ্যমন্ত্রী আরও বলেন, ডানকুনি থেকে পানাগড় ও বড়জোড়া হয়ে রঘুনাথপুরে গিয়ে যে শিল্পাঞ্চল হবে তার নাম দেওয়া হয়েছে জঙ্গলমহল সুন্দরী৷ এর জন্য ইতিমধ্যেই জমি নেওয়ার কাজ শুরু হয়েছে৷ বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা৷ তাঁর কথায়, এখানে লক্ষাধিক কর্মসংস্থান হবে৷ তাছাড়া পানাগড় পদে ৮ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলেও তিনি জানান৷ যেখানে ২৫ হাজার মানুষ কাজ পাবে৷ এছাড়াও দুর্গাপুর-জামুরিয়া, হাওড়া জামালপুরে সাড়ে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে৷ সেখানে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে৷
মুখ্যমন্ত্রী আরও জানান, শিল্পকে তুলে ধরার জন্য দুটি নতুন পলিসি আনা হচ্ছে৷ তার মধ্যে একটি এথেনাল প্রোডাকশন প্রোমোশন পলিসি৷ তিনি বলেন, বায়ো ফুয়েল হিসাবে ইথানলের গুরুত্ব ক্রমশ বাড়ছে৷ পেট্রোল ডিজেলের সঙ্গে ইথানলকে ব্যবহার করা হচ্ছে৷ যা তৈরি হয় ভাঙা চাল থেকে৷ চাষিদের ভেঙে যাওয়া চাল আর কম দামে বিক্রি করতে হবে না৷ ফলে একদিকে ইথানল কোম্পানি হবে, অন্যদিকে উপকৃত হবেন কৃষকরা৷ এই সংস্থায় কাজ পাবেন ৪৮ হাজার মানুষ৷
পাশাপাশি রাজ্যে গড়ে তেলা হবে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি৷ ডেটা হ্যান্ডিলিং ও স্টোরেজের হাব গড়ে তোলা হবে৷ যা বাংলার পাশাপাশি প্রতিবেশি রাজ্যকেও সাহায্য করবে৷ বাংলাদেশ, নেপাল এবং ভূটানেরও তথ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা বাংলা মেটাতে পারে। ডেটা সেন্টারগুলিকে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার। অনুমোদন থেকে শুরু করে সহজ শংসাপত্র পাওয়ার ব্যাপারেও সাহায্য করা হবে। মমতা বললেন, ‘‘আশা করছি আগামী পাঁচ বছরের মধ্যে ৪০০ মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হবে বাংলায়। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ২৪ হাজার চাকরি হবে।