‘আমাকেও গ্রেফতার করুন’, CBI দফতরে অবস্থান মমতার!

‘আমাকেও গ্রেফতার করুন’, CBI দফতরে অবস্থান মমতার!

f2f1572e8b8a39ea8226178fbfa42715

কলকাতা: নারদকাণ্ডে আজ সকালেই গ্রেফতার করা হল মন্ত্রী ফুরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও পুরমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে৷ এই ঘটনায় তোলপাড় রাজ্যরাজনীতি৷ খবর পেয়েই সিবিআই দফতরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিবিআই অফিসারদের বলেন, ‘আমাকেও গ্রেপ্তার করুন৷ ’ এই চারজনকে বেআইনিভাবে  গ্রেফতার করা হয়েছে বলেও সরব হন তিনি।

এদিন থমথমে মুখে নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী। নবান্ন যাওয়ার পথে তিনি চলে আসেন সিবিআই দফতরে। কথা বলতে পারেন আইনজীবীদের সঙ্গে। এদিকে কেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না সিবিআই-এর কাছে সেই প্রশ্ন তুললেন নারদ কাণ্ডে  স্ট্রিং অপরেশ চালানো ম্যাথু স্যামুয়েল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নিজে আমার থেকে টাকা নিয়েছিলেন৷ সেই প্রমাণও রয়েছে৷  কেন এই মামলায় অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া সত্বেও গ্রেফতার করেছে না সিবিআই, সেই প্রশ্ন তোলেন তিনি৷ তাঁর কথায়, সকলের জন্য সমান বিচার হওয়া উচিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *