নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: ৪০ বছর কংগ্রেসের খেয়েছেন৷ ক্ষমতায় এসে কংগ্রেসকে হত্যা করেছেন৷ দলবদলের প্রসঙ্গে মমতাকে খোঁচা অধীরের৷ বুধবার উত্তরবঙ্গের এক দলীয় সভায় তৃণমূল নেতাদের দলবদলের প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “১০ বছর ধরে সব খেয়ে এখন এর সঙ্গে,ওর সঙ্গে বোঝাপড়া সহ্য করব না”৷ এবার সেই ইস্যুতেই মমতাকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ বুধবার উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় এক কর্মীসভা থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ফের তোপ দাগেন মমতার বিরুদ্ধে৷ তাঁর কথায়, কংগ্রেসের জন্য সাংসদ হন মমতা অথচ ক্ষমতায় বসার পর কংগ্রেসকে হত্যা করার চেষ্টা করেন তিনি৷ খতম করেছেন সিপিএমকে-ও৷
অধীরের কথায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা-মন্ত্রীদের দলবদলের জন্য কটাক্ষ করছেন৷ সেই মমতাই তো একদিন কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন৷ যে কংগ্রেস তাকে রাজনৈতিক পরিচয় দিয়েছিল৷ অধীর বলেন, “আপনার মতো বড় রাজনৈতিক হত্যাকারী কে আছে”? তিনি আরও বলেন, বাংলার ধর্মনিরপেক্ষ রাজনীতিকে ধ্বংস করেছে মমতা৷ সিপিএম ও কংগ্রেসকে শেষ করতে গিয়ে গুটি গুটি পায়ে যে মুখ্যমন্ত্রী বিজেপিকে এই রাজ্যে জায়গা করে দিয়েছেন সেকথাও উঠে এসেছে লোকসভার বিরোধী দলনেতার গলাতে। এই বিষয়ে অধীর চৌধুরী বলেন,”এই নিয়ে আপনাকে সাবধান করা হয়েছিল।কিন্তু তখন আপনি শোনেননি।আপনি যখন সাবধান হবেন,তখন আপনার সাথে কেউ থাকবে না।ভাইপোকে নিয়ে থাকলেই হবে”।মুখ্যমন্ত্রী,আপনি যা ক্ষতি করে গেলেন,তা কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে রাজ্যে”।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উল্টো সুর গাইতে শুরু করেছেন তৃণমূলের বেশ কিছু নেতা ও মন্ত্রী৷ যা নিয়ে বিভিন্ন সভা থেকে ক্ষোভ উগরাচ্ছেন মমতা৷ এবার সেই ইস্যুতেই তৃণমূল সুপ্রিমোকে অতীত মনে করিয়ে খোঁচা দিলেন অধীর৷