আছে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা, বাংলার সিনেমা হলে ১০০% আসনে অনুমোদন মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিনেমা হলে ১০০% আসন ক্ষমতার অনুমোদন দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

কলকাতা: ফের কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা। কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিনেমা হলে ১০০% আসন ক্ষমতার অনুমোদন দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে এই ঘোষণা করেন তিনি। মমতা বলেন, ৫০% দর্শক হলে ঢোকার নিয়ম রয়েছে এখন, তবে তিনি চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়কে বলে একটা নোটিফিকেশন জারি করে দিতে বলবেন, যাতে ১০০% হল ভরা যায়। এই নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতিমধ্যেই পিছিয়ে গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এবার উদ্বোধন হয়ে গেল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যদিও ভার্চুয়ালে মাধ্যমে। টলিউডের নামী তারকাদের একাংশ উপস্থিত থাকলেও প্রত্যেকবারের মতো চাঁদের হাট এবারে দেখা যায়নি উদ্বোধনে। আজ এখান থেকেই মমতা ঘোষণা করেন, চলচিত্র উৎসবে ১০০% হল ভরানো যাবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস আবহে সিনেমা হলে আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি দর্শককে প্রেক্ষাগৃহে ঢোকবার অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। গত সোমবার তামিলনাড়ু সরকার হলে ১০০% দর্শক উপস্থিতির অনুমোদন দিয়েছিল। পরে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, তামিলনাড়ু সরকারকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। এবার পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত তারা কীভাবে দেখবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 

উল্লেখ্য এদিন, ভিডিও কলের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এদিন তিনি আসতে না পারার জন্য ক্ষমা চাইলেন, ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাখি  উৎসবের জন্য আমন্ত্রণ জানালেন। উত্তরে কিং খান আশ্বাস দিলেন, তিনি উপহার সমেত যাবেন। এদিন কিং খান মন্তব্য করেন, বাংলায় যেতে না পারাটা তিনি মিস করছেন। তবে তাঁর ভালোবাসা রইল কলকাতা, বাংলার সবার জন্য। তিনি আশা রাখছেন খুব দ্রুত সকলের সঙ্গে দ্রুত দেখা হবে। একইসঙ্গে বলেন, ভারচুয়ালি বলেই ‘দিদি’ তাঁর কথা মন দিয়ে শুনছেন, এমনি সময় শোনেন না! এই কথা শুনে হেসে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা। তবে তিনিও উত্তরে জানিয়েছেন, শাহরুখ তাঁর ‘ফেভারিট ভাই’। পাশাপাশি তাঁকে রাখি বন্ধনে উৎসবে বাংলায় আসার জন্য অনুরোধ জানান তিনি। মমতা বলেন, ‘রাখি বন্ধনে তোমাকে আসতে হবে কিন্তু।ভুললে চলবে না।’ এর উত্তরে শাহরুখ জানান, ‘ভোলার কোনও প্রশ্নই নেই। যাব তো নিশ্চয়ই। উপহারও নিয়ে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *