অপ্রয়োজনীয় প্রকল্পগুলি বন্ধ করতে হবে, নির্দেশ মমতার

অপ্রয়োজনীয় প্রকল্পগুলি বন্ধ করতে হবে, নির্দেশ মমতার

04116f29ece80ecee1304fc390499506

কলকাতা: মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে অপ্রয়োজনীয় প্রকল্প ছেঁটে ফেলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন,  রাজ্যে বিভিন্ন ছোট খাটো প্রকল্প রয়েছে যেগুলির আজকের দিনে কোনও মূল্য নেই৷ কারণ সামাজিক বিপ্লব হয়ে গিয়েছে৷ সেই সকল অপ্রয়োজনীয় প্রকল্পগুলিকে বাদ দিতে হবে৷ 

আরও পড়ুন- বিডিও-সরকারি আধিকারিকরা অনুপস্থিত কেন? প্রশাসনিক বৈঠকের শুরুতেই চটলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, জনগণের জন্য আমরা অনেক নতুন প্রকল্প নিয়ে এসেছি৷ এই প্রকল্প শুরু হওয়ার পর বহু প্রকল্পই মূল্যহীন হয়ে পড়েছে৷ পশ্চিমবঙ্গ সরকারের কোন বিভাগে কত প্রকল্প রয়েছে তার একটা তালিকা তৈরি করে নিতে হবে৷ কোথায় কী লুকিয়ে রয়েছে তা খুঁজে বার করতে হবে৷ হয়তো এই সকল প্রকল্পে যে টাকা পাঠানো হচ্ছে তা কাজে লাগছে না৷ যেমন ধানের গোলা৷ অনেকেই এই প্রকল্পের কথা জানেন না৷ এখন সরাসরি কৃষকদের অক্যাউন্টে কৃষক বন্ধুর টাকা দেওয়া হচ্ছে৷ সরাসরি কৃষকদের জীবন বীমা করে দেওয়া হচ্ছে৷ সেখানে এই প্রকল্পের আর কোনও প্রয়োজনই নেই৷

মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের প্রকল্পগুলির তালিকা তৈরি করে নিতে হবে৷ নামে ১২০টা প্রকল্প থাকলেও দেখা যাচ্ছে কাজ হচ্ছে ৬০টা৷ প্রকল্পগুলিকে মার্জ করে নিলে ঠিক মতো খরচ তোলা যাবে৷ না হলে টাকা আসবে কোথা থেকে? লক্ষ্মীর ভাণ্ডারের মতো একটা প্রকল্পেই কয়েক হাজার কোটি টাকা লাগছে৷ এছাড়াও আরও নানা প্রকল্প রয়েছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *