দক্ষিণবঙ্গে বন্যায় মৃত ১৬, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গে বন্যায় মৃত ১৬, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: অতিবৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে প্রাণ হারিয়েছেন ১৬ জন৷ নিহতদের পরিবারকে  ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- এবার পুলিশের জালে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ভুয়ো চেয়ারম্যান

মৃতদের পরিবারের হাতে দ্রুত এককালীন ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জেলাগুলির বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শনে যাওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশও দেন তিনি৷ দুর্গতদের কাছে যাতে ঠিক ভাবে ত্রাণ পৌঁছে দেওয়া হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ প্রয়োজনে এলাকায় গিয়ে নজরদারি চালাতে হবে বলেও নির্দেশ তাঁর৷ দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান ও বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল থৈ থৈ অবস্থা৷ কাঁচা ঘরের দেওয়াল ভেঙে কোথাও আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সোমবার ঘাটাল পরিদর্শনে যান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷

আরও পড়ুন- ‘আমি আছি’, নাড্ডার সঙ্গে বৈঠকের পর নিজের কেন্দ্রকে বার্তা বাবুলের

 

অন্যদিকে, গতকাল গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার সীমানা বাজারে পিকআপ ভ্যান দুর্ঘটনায় যে আট জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে রাজ্য সরকার তাঁদের পরিবারের হাতেও ক্ষতিপূরণ তুলে দিয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল সন্ধ্যায় পরিবারগুলির হাতে দুই লক্ষ টাকার চেক এবং বস্ত্র তুলে দেন।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =