১৫ দিন অন্তর হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের শিবির, ১ জানুয়ারি স্টুডেন্ট ডে ঘোষণা মমতার

১৫ দিন অন্তর হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের শিবির, ১ জানুয়ারি স্টুডেন্ট ডে ঘোষণা মমতার

কলকাতা: আগামী ২০ ডিসেম্বর ছাত্র মেলার আয়োজন করেছে রাজ্য৷ ওই দিন ১০ হাজার ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে৷ ক্যাম্পে এসে কার্ড নিতে পারবেন তাঁরা৷ এই মেলার মাধ্যমে ১৫০ থেকে ২০০ কোটি টাকা ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হবে৷ এর পরেও যেটা বাকি থাকবে সেটা সামাল দিতে ১৫ দিন অন্তর অন্তর মেলা করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- অপ্রয়োজনীয় প্রকল্পগুলি বন্ধ করতে হবে, নির্দেশ মমতার

তিনি বলেন, ১৫ দিন অন্তর অন্তর মেলা হলে ছাত্রছাত্রীর ঋণ পাওয়ার বিষয়টি পড়ে থাকবে না৷ কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হয়৷ এই ঋণের সবচেয়ে বড় সুবিধা হল, অর্ধেক সেসন হওয়ার পরেও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন৷ সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, বাংলায় স্টুডেন্টস ডে হওয়া উচিত৷ ১২ জানুয়ারি যেভাবে যুব দিবস পালন করা হয়, যেভাবে খেলা দিবস, কন্যাশ্রী দিবস পালন করা হয় তেমনই ১ জানুয়ারি স্টুডেন্টস ডে হিসাবে পালন করা হবে৷ ওই দিন ছুটি থাকলেও ওই দিন ছাত্রছাত্রীদের সংহতি দিবস পালিত হবে৷ বছরের প্রথম দিনটাই ছাত্রছাত্রীদের জন্য উৎসর্গ করা হবে৷ তিনি আরও বলেন, ওই দিন মা মাটি মানুষের দিবস হিসাবে উৎসর্গ করা হয়৷ কিন্তু ওই দিন স্টুডেন্ট ডে’ও পালন করা হবে৷ কারণ তাঁরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eleven =