গণবিবাহের আসরে নেচে উঠলেন মমতা, ধামসা-মাদলের ছন্দে মেলালেন পা

গণবিবাহের আসরে নেচে উঠলেন মমতা, ধামসা-মাদলের ছন্দে মেলালেন পা

2be490b9672f7dee9235290a9df041ee

ইংরেজবাজা: খবরটা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সরকারি ভাবে গণবিবাহ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ মাহলদের গাজলে ৬০০ আদিবাসী তরুণ-তরুণীকে বিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আদিবাসী রীতি মেনে ৬০০ জনের বিবাহ দেন তিনি৷ আদিবাসী নাচের তালে, তাল দেন মুখ্যমন্ত্রী৷ আদিবাসী তরুণীদের সঙ্গে নেচে ওঠেন মমতা৷ গণবিবাহ অনুষ্ঠানের পর নবদম্পতিকে আশীর্বাদ করেন মমতা৷ সরকারি প্রকল্প রূপশ্রী মাধ্যমে নবদম্পতিদের হাতে ২৫ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়৷

এদিন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার আদিবাসীদের জন্য ঠিক কী কী কাজ করেছে৷ রাজ্যের তৃণমূল সরকার আদিবাসীদের সম্পত্তি কেউ যাতে কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করেছে বলেও জানান৷ এদিন আদিবাসীদের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এনে গণবিবাহ দেওয়ার পর আদিবাসী গানের ছন্দে নাচে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ধামসা মাদলের ছন্দে নাচতে থাকেন মমতা৷ মুখ্যমন্ত্রীর সেই নাচের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, এখন থেকে রাজ্য সরকারের উদ্যোগে এইভাবে গণবিবাহের আয়োজন করা হবে৷ দায়িত্ব নেবে পুলিশ প্রশাসন৷ আগামী মাসে চা বাগান এলাকায় গণবিবাহের অনুষ্ঠান করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ এই কাজের জন্য পুলিশ প্রশাসনকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *