ঝাড়গ্রাম: বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আজ ঝাড়গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একদিকে যেমন তিনি ধামসা বাজালেন, অন্যদিকে নাচের তালে পা মেলাতেও দেখা গেল তাঁকে। একই সঙ্গে, সবুজ সাথী, কন্যাশ্রী, জয় জোহর প্রকল্পের আওতায় থাকা ১৯ জনের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ১৩ জনকে সংবর্ধনা জানান তিনি।
এদিনে অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের সাথে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের পরে তিনি ধামসাও বাজান। পরে আদিবাসী শহিদদের আলোক চিত্র ঘুরে দেখেন মমতা। সিধো কানহোর প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস সরকার উন্নতি করেছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ঝাড়গ্রামের মানুষ পেয়েছেন। এখানে বিশ্ববিদ্যালয় গড়ে তোলাও হয়েছে। এর পাশাপাশি আদিবাসী ভাই-বোনদের তিনি প্রণাম জানান।