ওয়ান টু ওয়ান খেলার চ্যালেঞ্জ মমতার, মোদী বললেন দুর্নীতির অলিম্পিক খেলেছে তৃণমূল

ওয়ান টু ওয়ান খেলার চ্যালেঞ্জ মমতার, মোদী বললেন দুর্নীতির অলিম্পিক খেলেছে তৃণমূল

কলকাতা: ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগানে সরগরম বঙ্গ রাজনীতি৷ আজ মেগা ব্রিগেডে খেলা হবে স্লোগান নিয়ে তৃণমূলকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী৷ অন্যদিকে শিলিগুড়ির জনসভা থেকে ‘ওয়ান টু ওয়ান’ খেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  বিজেপির ব্রিগেডকে বুড়ো আঙুল! পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহামিছিলে হাঁটছেন মমতা

এদিন তৃণমূলকে বিঁধে মোদী বলেন, ‘‘ওঁরা বলছে, এই বার নাকি খেলা হবে৷ সত্যিই তো! ওঁরা তো পুরনো খিলাড়ি৷ দারুণ খেলতে জানে৷ কোন খেলাটা আর বাকি আছে? দুর্নীতি করে বাংলার গরিব মানুষকে লুট করা হয়েছে৷ এমনকী আম্পানে পাঠানো ত্রাণও লুট করে নেওয়া হয়েছে৷ আপনারা তো দুর্নীতির অলিম্পিক খেলেছেন৷’’ তোপ দেগে তিনি আরও বলেন, ‘‘তৃণমূল মানুষের পরিশ্রমের টাকা লুট করেছে, চা বাগানে তালা ঝুলিয়েছে, রাজ্যকে ঋণে জর্জরিত করেছে৷ যুব সমাজের কাছ থেকে তাঁদের অধিকারের চাকরি, তাঁদের বেতন কেড়ে নিয়েছে৷ নিয়োগ পরীক্ষায় কেমন ‘খেলা’ হয় তা বাংলার মানুষ জানে৷ এই খেলা আর চলবে না৷ খেলা শেষ করতে হবে৷’’ এখন চারিদিকে একাই রব, ‘‘তৃণমূলের খেলা শেষ৷’’

অন্যদিকে শিলিগুলির সভা থেকে ‘খেলা হবে’ স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘‘খেলা হবে৷ কবে আসবে বলো৷ সময় তুমি ঠিক করো৷ জনগণের সামনে খেলা হবে৷ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলা হবে৷ দেখব তুমি কত খেলতে পার, আর আমি কত খেলতে পারি৷ দেখা যাবে৷ খেলাও হবে৷ জেতাও হবে৷’’ 

এদিন মমতা বলেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, খাদ্য দেবে তৃণমূল৷ এমনকী মাথার উপর পাকা বাড়িটা আমরাই বানিয়ে দেব৷ বাজেট বরাদ্দ  হয়ে গিয়েছে৷ শুধু তাই নয় নমোকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘তোমার প্রয়োজন হলে তোমাকেও একটা পাকা বাড়ি বানিয়ে দেব৷’’ 

তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি দিলেও উত্তরবঙ্গে একটা চা বাগানও খোলা হয়নি৷ জলপাইগুলি, শিলিগুড়ি, বাংলাদেশ, নেপাল, ভুটান সবগুলির মধ্যে সংযোগ হয়ে গিয়েছে৷ রাস্তা আর কী বানাবে ওঁরা? প্রশ্ন তাঁর৷ মমতা বলেন,  বাগডোগরায় আন্তর্জাতিক বিমান বন্দরের জন্য জমি দেওয়া হয়েছে৷ কোচবিহার, বালুরঘাট, মালদহে বিমানবন্দর করা হয়েছে৷ কিন্তু এখনও বিমান চালায়নি৷ 

আরও পড়ুন-  “বিনা পয়সায় চাল কিনে ৯০০ টাকার গ্যাসে ফোটাতে হয়”, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

তাঁর দাবি, ‘‘কেন্দ্রকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে৷ কবে বিনা পয়সায় গ্যাস দেওয়া হবে বাংলার মানুষ জানতে চায়৷ আমরা যদি বিনা পয়সায় মানুষকে খাদ্য, চিকিৎসা, শিক্ষা দিতে পারি, তাহলে কেন্দ্রকেও বিনা পয়সায়  গ্যাস দিতে হবে। বিনা পয়সায় গ্যাস না দিলে বিজেপি’কে একটা ভোটও দেবেন না।’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *