‘একুশে খেলা হবে, আমি গোল রক্ষক’, জেল থেকেও লড়াইয়ের ডাক মমতার!

‘একুশে খেলা হবে, আমি গোল রক্ষক’, জেল থেকেও লড়াইয়ের ডাক মমতার!

 

কলকাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ‘খেলা হবে’! ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপনের অনুষ্ঠানমঞ্চ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের খেলায় নিজেকে গোলরক্ষক দাবি করে খোলার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি৷ বললেন, ‘‘একুশে খেলা হবে। সব চ্যালেঞ্জ নেব এবার৷ আমি থাকব গোলরক্ষক। দেখি কার কত দম৷’’

রবিবার আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে দেশপ্রিয় পার্কের একটি অনুষ্ঠানে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আসন্ন নির্বাচনে নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ভয় দেখানোর রাজনীতির অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “ধমকানি, চমকানি বা জেলের ভয় দেখাবেন না।” রবিবার সকালে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে সিবিআই। তার কিছু পরেই মমতার এই হুঁশিয়ারি কি তবে সিবিআই নোটিশের দিকেই? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে৷

একুশের খেলায় তিনি হবেন গোলরক্ষক, ভাষা দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “সব চ্যালেঞ্জ নেব একুশে। দেখি কার দম কত দূর। এই খেলায় আমি থাকবো গোলরক্ষক। আমি দেখতে চাই, কে জেতে আর কে হারে। তাতে যদি আমাকে জেলেও পাঠিয়ে দেয়, আমি জেল থেকে ডাক দেবো জয় বাংলা।’’ তার আরও মত, ‘‘বাংলার মানুষ হারতে শেখেনি, হারতে পারে না। আমাদের লড়াই চলবেই, আমাদের আন্দোলন চলবেই৷ এটাই আমাদের ভাষা দিবসের শপথ, এটাই অঙ্গীকার।’’

এদিন তিনি বাংলাকে দীর্ঘদিনের বঞ্চিত বলেও দাবি করেছেন৷ তিনি বলেছেন, ‘‘বাংলাকে যদি কেউ বঞ্চনা করে, ফোনের রিসিভার তুলে হ্যালো বলবেন না, বলবেন জয় বাংলা৷ আমরা ভাগাভাগি করে বাঁচতে চাই না৷ আমাদের সোনার বাংলা ফিরিয়ে দাও।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =