কলকাতা: শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমস্ত শিক্ষক-অধ্যাপকদের সম্মান জানিয়ে তিনি বলেন, “শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরাই আমাদের সমাজ তৈরি করছেন।” আরও বলেছেন, “শিক্ষকরা যে ভাবে ছাত্রদের তৈরি করছেন, সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে।”
আরও পড়ুন- ‘জেল বন্দি বিকাশের সঙ্গে রোজ কথা হয় অভিষেকের’, বিস্ফোরক শুভেন্দু
মুখ্যমন্ত্রীর কথায়, শিক্ষা ব্যবস্থা চালানো একটা রাজ্য চালানোর সমান৷ এখন যত বেশি সমস্যা, ততটাই সাফল্য৷ এই দফতর অত্যন্ত সংবেদনশীলও৷ তিনি মনে করেন, এরাজ্যেও কাজ করার সুযোগ রয়েছে৷ ছেলে মেয়েরা বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসুক৷ এর পর পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ২০১১ সালের আগে বাংলায় মাত্র ১২টা বিশ্ববিদ্যালয় ছিল৷ গত ১১ বছরে আরও ৩০টি বিশ্ববিদ্যালয় হয়েছে৷ ৫১টি নতুন কলেজ হয়েছে৷ আইসিএসসি, সিবিএসসি স্কুল হয়েছে৷ মাদ্রাসা হয়েছে৷ বাংলায় শিক্ষার অভাব নেই৷ ভারতে ব়্যাঙ্কিংয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম, দ্বিতীয় কলকাতা৷ তাহলে অন্য কোথাও যাবেন কেন?
মমতা বলেন, পশ্চিমবাংলা অনেক বড় রাজ্য৷ অন্য রাজ্যের সঙ্গে তুলনা চলে না৷ তা সত্ত্বেও ৩৬০ কোটি টাকা এ রাজ্যে শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিট দেওয়া হয়েছে৷ শিক্ষাশ্রী প্রকল্পে ১ কোটির বেশি স্কলারশিপ দেওয়া হয়েছে৷ ৮০ লক্ষ কন্যাশ্রী রয়েছে৷ স্কিল এডুকেশনেও বাংলাই এক নম্বরে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>