Aajbikel

কার্শিয়ংয়ের কন্যার সঙ্গে বিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারের ছেলের, পাহাড় থেকে বৌমা আনছেন মমতা

 | 
মমতা

কলকাতা: গত বছরের কথা৷ মার্চ মাসের শেষে দার্জিলিং সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের পরিবারের একজন সদস্যের সঙ্গে পাহাড়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ওঁকে বাড়ির বৌমা করে নিয়ে যাব। আপনাদের বাড়ি এখন থেকে আমারও বাড়ি।”

কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের কোন সদস্যের বিয়ে? তা নিয়ে বেশ জল্পনা চলছিল। কৌতূহল রয়েছে পাহাড়ি সেই কন্যাকে নিয়েও। দেড় বছরের মাথায় অবশেষে সবটা পরিষ্কার হল। জানা গেলে, আগামী ৬ ডিসেম্বর কার্শিয়ংয়ের কন্যার সঙ্গে বিয়ে বন্দ্যোপাধ্যায় পরিবারের ছেলের৷ পাত্র হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্র৷ নাম আবেশ বন্দ্যোপাধ্যায়৷ কার্তিকবাবুর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আবেশ কেপিসি হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন। সেই সময়ই কার্শিয়াং থেকে আসা এক সহপাঠীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। তাঁর সঙ্গেই বিয়ে ঠিক হয়েছে৷ এর আগে জানা গিয়েছিল, গত বছর মুখ্যমন্ত্রী স্বয়ং উত্তরবঙ্গ সফরে গিয়ে আবেশের সেই সহপাঠীকে নাকি গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছিলেন।  তাঁর সঙ্গে নিজে কথাও বলেন। মনে করা হয়, ওই সহপাঠীর সঙ্গে আলোতনার পরই দার্জিলিংয়ের জনসভায় বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন মমতা৷ 

Around The Web

Trending News

You May like