অবিলম্বে তিন ফৌজদারি আইন প্রত্যাহার করা হোক, ভোট মিটতেই মোদীকে চিঠি মমতার

নয়াদিল্লি: লোকসভা ভোটপর্ব মিটতেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে শুরু করল রাজ্য সরকার। বিগত লোকসভায় পাস হওয়া বিতর্কিত তিন নয়া ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করা হোক।…

নয়াদিল্লি: লোকসভা ভোটপর্ব মিটতেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে শুরু করল রাজ্য সরকার। বিগত লোকসভায় পাস হওয়া বিতর্কিত তিন নয়া ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করা হোক। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর কথায়, নৈতিকভাবে এখনই এই আইন কার্যকর করা উচিত নয় কেন্দ্রের।

 

উল্লেখ্য, বৃহস্পতিবারই নবান্নে কংগ্রেস নেতা পি চিদম্বরমের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকের পরই মোদীকে চিঠি লেখার সিদ্ধান্ত নেন তিনি৷ গত বছর সংসদে তুমুল হইহট্টোগোলের মধ্যেই পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। এই তিন আইনকে একসঙ্গে বলা হচ্ছে ন্যায় সংহিতা৷ এই তিন ফৌজদারি আইন কার্যকর করা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু তাতে আমল না দিয়ে জানানো হয়, ১ জুলাই থেকে দেশজুড়ে ওই তিন আইন কার্যকর হবে৷

উল্লেখ্য, সংসদের উভয় কক্ষেই তুমুল হই হট্টগোলের মধ্যে এই আইন কার্যকর হয়েছিল। ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। চিঠিতে সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷ সেই সময় বিরোধীদের বক্তব্য ছিল, এই তিন ফৌজদারি বিলের বেশ কিছু জায়গায় পুরনো আইনেরই পুনরাবৃত্তি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ঔপনিবেশিকতা থেকে মুক্তির কথা বলছে, কিন্তু ওই বিলগুলিতে ঔপনিবেশিক ধ্যান-ধারনাকেই আঁকড়ে ধরা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *