কলকাতা: টিকাকরণ ইস্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে গতকাল কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে একহাত নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল বিষয় ছিল, ‘কোভ্যাক্সিন’ ভ্যাকসিনের আন্তর্জাতিক স্বীকৃতি। কারণ এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যাকসিনকে স্বীকৃতি দেয়নি। তাই যারা এই ভ্যাকসিন নিয়েছে তারা ভারতের বাইরে সমস্যায় পরতে পারে বলে দাবি করেছেন মমতা এবং সেই কারণেই গতকাল তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি দেবেন। আজ সেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি লিখে জানিয়েছেন যে, গোটা দেশের ছাত্র সমাজ এবং অন্যান্য নাগরিক যারা দেশের বাইরে বিভিন্ন কারণে যাচ্ছেন তারা এই ভ্যাকসিন নিয়ে সমস্যায় পড়ছেন। ‘কোভ্যাক্সিন’ যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃত নয় তাই যারা এই ভ্যাকসিন নিয়েছেন তারা এখন কী করবেন বোঝা যাচ্ছে না, অতএব বড় রকমের সংশয় তৈরি হচ্ছে। তাই এই ভ্যাকসিনের স্বীকৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এই ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রীর মাথা থেকে বেরনো কোভ্যাক্সিন টিকাকে স্বীকৃতি দেয়নি WHO।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার টোপ দিয়ে পরীক্ষাও নিয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন!
মমতা বলেন, কোভিশিল্ড নিয়ে কোনও সমস্যা নেই কারণ ‘হু’ এটাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কোভ্যাক্সিন টিকাকে স্বীকৃতি দেয়নি তারা। কিন্তু ইতিমধ্যেই যারা বাইরে যাবে পড়াশুনা করতে বা কাজের সূত্রে তাদের মধ্যে অনেকেই বেসরকারি জায়গা থেকে এই ভ্যাকসিন নিয়ে নিয়েছে। তাদের ক্ষেত্রে এখন কী করণীয় সেটা পরিষ্কার হচ্ছে না। এখন এই বিষয় নিয়ে তারা আতঙ্কিত বলে দাবি করছেন মমতা। বলছেন, যারা কোভ্যাক্সিন নিয়ে নিয়েছে তারা এখন কী করবে তা স্পষ্ট নয়। কারণ বাইরে এটা স্বীকৃত নয়। তারা কী অন্য ভ্যাকসিন এখন নিতে পারবে, না কী করবে, সে ব্যাপারেও কোনও কিছু বলা হয়নি। তাই তিনি চান, কেন্দ্রীয় সরকার যাতে এই ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ করুক, আর এই ভ্যাকসিনকে যাতে যত শীঘ্র সম্ভব আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া যায় তার ব্যবস্থা করুক।