স্পেনে বসেই অরূপ বিশ্বাসের পুজোর গান লিখলেন মমতা, সুরুচি সঙ্ঘের থিম সংয়ে দিলেন সুর

স্পেনে বসেই অরূপ বিশ্বাসের পুজোর গান লিখলেন মমতা, সুরুচি সঙ্ঘের থিম সংয়ে দিলেন সুর

mamata banerjee

কলকাতা: শক্তহাতে তিনি প্রশাসন সামলান, শিল্প আনতে ছুটে যান বিদেশে, সেই তিনিই আবার অবসরে লেখেন গান৷ সুরও দেন৷ কখনও আবার আঁকেন ছবি৷ লেখেন কবিতাও৷ হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবসরের সঙ্গীই হল পেন-তুলি৷ ফি বছর মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো তথা সুরুচি সঙ্ঘের পুজোর থিম সং লেখেন মমতা। এ বছরও তার ব্যতিক্রম হল না৷ স্পেনে বসেই গান লিখলেন মুখ্যমন্ত্রী৷ শুধু গানই লিখলেন না, সুর দিয়ে প্রাথমিক রেকর্ডও শুনলেন৷ 

গানের প্রথম লাইন হল–‘মাগো তোমার এতো রূপ দেখিনি তো আগে..’৷ গত সাত-আট বছর ধরে সুরুচি সঙ্ঘের জন্য গান লেখেন মুখ্যমন্ত্রী৷ বিভিন্ন সময় সেই গান গেয়েছেন  শ্রেয়া ঘোষাল, কুমার শানু, শান, জিৎ গঙ্গোপাধ্যায়, পলক মুচ্ছলের মতো বলিউডের শিল্পীরা। আরও একবার তাঁর লেখা ও সুরে গান বাজবে সুরুচি সঙ্ঘে৷ 

বাংলার বাতাসে লেগেছে উৎসবের রং৷ বিশ্বকর্মা ও গণেশ পুজোয় মেতে উঠেছে শহর থেকে শহরতলী৷ উৎসব মুখর বাংলা থেকে বহু দূরে বসেও মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন,“মাগো তোমার এতো রূপ দেখিনি তো আগে..’।

নিউ আলিপুর সুরুচি সঙ্ঘের পুজো এই বছর ৭০ বছরে পা দিয়েছে। পুজোর থিম হল, ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’। বর্ণময় মণ্ডপজুড়ে দেখা যাবে দুর্গার নানা রূপ৷ পাশাপাশি পৃথিবীকে সুস্থ রাখতে প্লাস্টিক বর্জনের বার্তাও দেওয়া হবে। এ বছর সুরুচি সঙ্ঘের পুজোয় মণ্ডপ সজ্জায় কোনও প্লাস্টিকের ব্যবহার হবে না। ব্যানারও হবে কাপড়ের। তবে এবছর তাদের পুজোর খরচ প্রায় ৩২-৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ 

এদিকে, বুধবার রাতেই স্পেন ছেড়ে দুবাইয়ের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভোরে মরু রাজ্যে পা রাখেন তিনি। আপাতত দু’দিন দুবাইতে চলবে তাঁর শিল্প সম্মেলন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =