lakhsmi puja
কলকাতা: কোজাগরী লক্ষ্মীপুজোর পুণ্যতিথিতে হাতে কলম তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মাকে স্মরণ করে কবিতা লিখলেন তিনি৷
আজ বাংলাজুড়ে চলছে ধনদেবীর আরাধনা৷ কোজাগরী উপলক্ষে সকল রাজ্যবাসীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে একটি কবিতাও লিখলেন তিনি৷ যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে বাংলার মা-বোনেদের কথা। সেই কবিতা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ শুরু হয়েছে জোর চর্চা।
পায়ের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ঘরবন্দি মুখ্যমন্ত্রী৷ পুজো থেকে দলের মুখপত্রের শারদ সংখ্যার উদ্বোধন, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেছেন ভার্চুয়ালি। চিকিৎসকদের পরামর্শে এক মাসেরও বেশি সময় বিশ্রামে কাটাতে হয়েছে তাঁকে। ৩৩ দিন পর দুর্গাপুজোর কার্নিভালে বাড়ির বাইরে পা রাখেন৷ সেদিন অবশ্য নিজে হেঁটেই মঞ্চে ওঠেন৷ লক্ষ্মীপুজোতে অবশ্য কালীঘাটের বাড়িতেই আছেন মমতা৷ বাড়িতে বসেই লক্ষ্মীপুজোয় লিখলেন কবিতা—‘আমার লক্ষ্মী’। বাংলার মা ও বোনের শক্তিকে কুর্নিশ জানিয়ে এই কবিতা রচনা করেছেন তিনি৷ মোট ২৪ লাইনের কবিতার প্রতি লাইনে উঠে এসেছে গ্রামবাংলার মেয়েদের কৃতিত্ব, সাফল্যের কথা৷ কবিতার শুরুতেই তিনি লিখেছেন—‘আমার লক্ষ্মী আজকের দিনে সবারে করে আহ্বান/ আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনের জয়গান।’ বাংলার মেয়েরা যে ভাবে সাফল্যের পথে এগিয়ে চলেছেন, সেই বিষয়টিই কবিতার ছত্রে তুলে ধরতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা৷