কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে রাজ্যে৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কেন্দ্রের সহায়তা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি ভোটের প্রচারে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করার অনুরোধও জানালেন তিনি৷
আরও পড়ুন- সঙ্গে রয়েছে ইভিএম, কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে বিজেপি এজেন্ট! অভিযোগ তৃণমূলের
রাজ্যে করোনা সংক্রমণের লাগামছাড়া বাড়বাড়ন্তে রাজ্যে ওষুধ ও অক্সিজেনের অপ্রতুলতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমাণ টিকা, জরুরি ওষুধ ও অক্সিজেনের যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগেও প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু সেই চিঠির জবাব আসেনি৷ ওই চিঠিতে সরাসরি টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কেনার অনুমতি চেয়েছিল রাজ্য সরকার৷ রাজ্যের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়ার উদ্দেশেই এই চিঠি পাঠানো হয়েছিল৷ কিন্তু সেই ছাড়পত্র মেলেনি৷ সে কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷
মুখ্যমন্ত্রীর অভিযোগ, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ কৃতিত্বের সঙ্গে টিকাকরণের কাজ পরিচালনা করলেও কেন্দ্রীয় সরকারের অনিয়মিত যোগানের ফলে টিকাকরণ কর্মসূচি থমকে যাচ্ছে। রাজ্যের হাতে পর্যাপ্ত টিকা নেই৷ মমতা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে কলকাতার মতন জনবহুল শহরে সংক্রমনের রুখতে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণের প্রয়োজনীয়তা রয়েছে৷ এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷ পাশাপাশি রেমেডিসিভিরের মত করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের যোগান সুনিশ্চিত করতেও তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন৷
আরও পড়ুন- নজিরবিহীন ভাবে শিক্ষকের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের, প্রতিবাদ ঐক্য মঞ্চের
সেই সঙ্গে তাঁর উদ্বেগ, যে ভাবে ভোট প্রচারে ভিন রাজ্য থেকে নেতারা আসছেন, তাতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে৷ তাঁদের জনসভায় ভিড় জমাচ্ছেন লাখো মানুষ৷ সে কথা বিবেচনা করে ভিন রাজ্য থেকে নেতাদের আনাগোনা কমানো হোক, দাবি তাঁর৷