তাঁর প্রতি কুৎসিত আচরণে মর্মাহত, ‘অমর্ত্য দা’কে চিঠি ‘বোন’ মমতার

নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনকে নিয়ে রীতিমতো কুৎসা রটিয়েছে বিজেপি।

কলকাতা: নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনকে নিয়ে রীতিমতো কুৎসা রটিয়েছে বিজেপি। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিজেপি অভিযোগ তুলেছে, শান্তিনিকেতনের জমি নাকি দখল করে রয়েছেন অমর্ত্য সেন। এই প্রসঙ্গে গতকাল সাংবাদিক বৈঠক করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বলেন, অমর্ত্য সেনের প্রতি বিজেপির এই আচরণে তিনি প্রচণ্ড লজ্জিত এবং মর্মাহত। এই প্রেক্ষিতে এদিন নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দিয়ে তাঁকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপি তাঁর বিরুদ্ধে যে অপমানকর অভিযোগ তুলছে তাতে তিনি মর্মাহত এবং একইসঙ্গে ক্ষুব্ধ।

চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনকে লেখেন, বিজেপি তাঁর প্রতি যে অভিযোগ এনেছে তা তিনি নস্যাৎ করেন। একই সঙ্গে এই অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেন মমতা। পাশাপাশি তিনি জানান, অসহিষ্ণুতার বিরুদ্ধে একসঙ্গে সবাই মিলে লড়াই করতে হবে, এই প্রেক্ষিতে তাঁকে বার্তা দিয়েছেন তিনি। চিঠিতে অমর্ত্য সেনকে ‘অমর্ত্য দা’ বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এবং নিজেকে তাঁর ‘বোন’ হিসেবে পরিচয় দিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠক করে ভারতীয় জনতা পার্টিকে এক হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এখন বিজেপি তাঁকে আঘাত করতে করতে বাংলার মনীষীদের আঘাত করছে, তারা আদতে ইতিহাস ভুলিয়ে দিতে চায়। এটা বাংলার মানুষের দুর্ভাগ্য যে এইভাবে মিথ্যে প্রচার চালিয়ে লোককে গালাগালি দেওয়া হচ্ছে। অমর্ত্য সেনের মতো মানুষকে অপমান করা হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলার বুদ্ধিজীবীদের কাছে মুখ্যমন্ত্রী আবেদন করেন যাতে তারা এ বিষয়ে প্রতিবাদে সরব হন।

ইতিউতি খবর ছড়িয়েছে, বোলপুরে অমর্ত্য সেন সরকারি জমি জোর করে দখল করে রেখেছেন। এই বিষয়ের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অমর্ত্য সেনকে তিনি সম্মান করেন, আসলে তাঁকে সারা বিশ্ব সম্মান করে। তিনি বাংলাকে নোবেল প্রাইজ এনে দিয়েছেন, বিশ্বের কাছে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। তাঁর মতো একজনের কি দরকার পড়ে, শান্তিনিকেতনের জমি দখল করে বসে থাকার, প্রশ্ন তোলেন মমতা। এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে তিনি বলেন, অমর্ত্য সেন একটু বিজেপির বিরুদ্ধে, তাই তিনি বাড়ি দখল করে রেখেছেন, হকার বসিয়েছেন, তার প্রতীচী বাড়ি নিয়ে যা ইচ্ছা বক্তব্য বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seven =