কলকাতা: তুল্য মূল্য লড়াইয়ে নন্দীগ্রামে অবশেষে জিতলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে হারালেন তিনি। সকাল থেকে বেশ কয়েকটি রাউন্ডের মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর থেকে। তবে নন্দীগ্রামের ভোট গণনা একেবারে যেন সাপ লুডো খেলার মত হচ্ছিল। কখনো কয়েকশো ভোটে এগিয়ে যাচ্ছেন মমতা, আবার কখনো কয়েক রাউন্ড এগিয়ে যাচ্ছেন শুভেন্দু। তবে অবশেষে জয়ের হাসি হাসলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারালেন একসময়ের দলের সেনাপতি শুভেন্দু অধিকারীকে।
আপডেট প্রতিবেদন: নজিরবিহীন! জিতেও হেরে গেলেন মমতা, নন্দীগ্রাম শুভেন্দুর, বলছে কমিশন
বিজেপি যোগ দেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন যে নন্দীগ্রামে তিনি তাঁকে ৫০,০০০ ভোটে হারাবেন। পরবর্তী ক্ষেত্রে জল্পনায় তৈরি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো দুটি কেন্দ্রে লড়বেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবং বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে নন্দীগ্রামে লড়াই করার সিদ্ধান্ত নেন মমতা। অবশেষে তিনি হলেন জয়ী। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন স্লোগান দেওয়া শুরু হয়ে গিয়েছে। তা হল, “ভাঙা পায়ে গোলের বন্যা, নবান্নে ফের অগ্নিকন্যা”।
ভাঙা পায়ে গোলের বন্যা, নবান্নে ফের অগ্নিকন্যা। 💚
Posted by All India Trinamool Congress – AITC Supporters on Sunday, 2 May 2021