কলকাতা: একুশের বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ এবং তিনি জেতেন ২৮ হাজার ৭১৯ ভোটে। উপনির্বাচনে শোভনদেবকে টপকালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ রাউন্ড শেষে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়য় নিয়ে ইতিমধ্যেই তাঁকে কটাক্ষ করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। বলেছেন, ছাপ্পা ভোটে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রিয়াঙ্কার বক্তব্য, সব ওয়ার্ডে রিগিং হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে ছাপ্পা ভোট হয়েছে! সেই কারণেই তৃণমূল কংগ্রেস জিতছে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এই ছাপ্পা ভোটে জয়ের জন্য তিনি তাঁকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান প্রিয়াঙ্কা টেবরিওয়াল। ইতিমধ্যেই প্রবল উচ্ছ্বাসে মেতেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভবানীপুর এবং কালীঘাট তো বটেই, বাকি দুই কেন্দ্রেও উৎসবের আমেজ ঘাসফুল শিবিরে। সব জায়গায় যেন অকাল হোলি পালিত হচ্ছে। আগেই মমতার জয়ের সুবাদে যদুবাবুর বাজারে মিষ্টি বিতরণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি জানিয়েছেন, ”বি ফর বেটিয়া, বি ফর ভবানীপুর, বি ফর ভারত। আভি তো ট্রেলার চল রাহা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়”। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, আগামী দিনে দিল্লির পথে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বার বারই বলেছেন ভবানীপুরে মমতা ৫০-৮০ হাজার ভোটে জিতবেন। রবিবার সকালেও একই দাবি করেছেন তিনি। দেখা গেল সেই দাবি এখন সত্যি।