কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরের দিনই সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখে দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। পরে আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেন মমতা। এবার আরও একবার ওড়িশা যেতে চলেছেন তিনি। ট্রেন দুর্ঘটনার পর দ্বিতীয়বার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজাও যাচ্ছেন বলে খবর।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০। এদিকে বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন, অনেককে আবার মৃত্যুর পর শনাক্ত করা যায়নি। এই অবস্থায় রাজ্যবাসীর পাশেই দাঁড়াতে বদ্ধপরিকর তিনি। আর আহত ব্যক্তিরা যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই দ্বিতীয় বার ওড়িশা যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, র্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা, তুলনায় কম আহতদের ২৫ হাজার টাকা এবং আতঙ্কে ভুগছেন, এমন ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পেটের টানে ভিন রাজ্যে যাওয়ার পথে বিপত্তি!‘অভিশপ্ত’ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত বাঁকুড়ার ২ যুবক!” width=”789″>
এদিকে আজই সড়কপথে ওড়িশা থেকে বাংলার চারজনের মরদেহ এসে পৌঁছয় রাজ্যে। যাদের দেহ এসেছে তাঁরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় শববাহী গাড়ি এসে পৌঁছলে সেখানেই তাঁদের শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মৃতদের আত্মীয়দের সঙ্গেও কথা বলে তাদের শান্তনা দেওয়ার চেষ্টা করেন তিনি।