mamata banerjee
কলকাতা: ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিনক্ষণও আগেই জানিয়ে দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না মেটালে, ২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার থেকে ধর্নায় বসবেন৷ ওই দিন দুুপুর ১টায় কলকাতার রেড রোডে বাবা সাহেব অম্বেডকরের মূর্তির সামনে ধর্নায় বসার কথা তাঁর। গত বছর মার্চ মাসেও একই দাবিতে এখানে দু’দিনের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার কতদিন ধর্না চলবে, তা অবশ্য জানাননি মুখ্যমন্ত্রী।
দলনেত্রী কলকাতায় ধর্নায় বসার আগেই সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অধিবেশ চলবে আগামী ১০ দিন। অভিষেক গোটা অধিবেশন দিল্লিতেই থাকবেন, না কি ফিরে এসে নেত্রীর কর্মসূচিতে যোগ দেবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরেই৷