কলকাতা: প্রার্থী তালিকা ঘোষণা করার প্রেক্ষিতে সবার কৌতুহল জেগে ছিল যে, ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোতেই প্রার্থী হবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তালিকা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শুধু নন্দীগ্রামেই দাঁড়াবেন, ভবানীপুর থেকে লড়বেন শোভন দেব চট্টোপাধ্যায়। এই প্রেক্ষিতে মমতা স্পষ্ট জানিয়ে দেন, “নন্দীগ্রাম টপ অফ দ্য টপ”, তিনি সেখানেই লড়বেন। এই ঘোষণায় কার্যত বিজেপির হুঁশিয়ারির কথা মনে পড়ে যাচ্ছে রাজনৈতিক মহলের। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা হুঁশিয়ারির সুরে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো আসনে লড়তে দেওয়া হবে না, নন্দীগ্রামেই লড়তে হবে! তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয়টয়…
আরও পড়ুন: মোক্ষম জবাব! শোভন-কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তাঁরই পত্নী রত্না
আসলে এই সিদ্ধান্তে রাজনৈতিক মহল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, দুটি জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি। সেই প্রেক্ষিতে নন্দীগ্রাম এবং ভবানীপুরের আসন নিয়ে নিজেই দ্বন্দ্বে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী প্রকাশ্য জনসভায় আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হাফ লক্ষ ভোটে হারাবেন। সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো দুটি কেন্দ্রের চাপ না নিয়ে সম্পূর্ণ নন্দীগ্রামের ওপরই মনস্থির করতে চেয়েছেন। তবে অন্য একাংশের অভিমত, কোনরকম দ্বন্দ্ব নয়, বিজেপি তথা শুভেন্দু অধিকারীকে প্রত্যক্ষভাবে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নন্দীগ্রাম থেকেই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেকদিন আগেই। সেই প্রেক্ষিতে কার্যত তিনি বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ করে এটাই বলছেন, নন্দীগ্রামে ক্ষমতা থাকলে বিজেপি বাহিনী তাঁকে হারিয়ে দেখাক। এদিকে বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে আসন্ন বিধানসভা নির্বাচনের গেরুয়া প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে ওই কেন্দ্রে মমতা বনাম শুভেন্দু তথা বন্দোপাধ্যায় পরিবার বনাম অধিকারী পরিবার হওয়ার সম্ভাবনা প্রবল। আপাতত বিজেপির তালিকা প্রকাশ করার দেরী।
আরও পড়ুন: ২ তারিখ সবাই হাসবে, এটা স্মাইলি ইলেকশন! আত্মবিশ্বাসী মমতা
অন্যদিকে, ভবানীপুরে মমতা দাঁড়াচ্ছেন না এই খবরে ইতিমধ্যেই তাঁকে আক্রমণ করা শুরু করেছে বিজেপি। আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছেন, ”চিরাচরিত ভবানীপুরের আসনে না লড়াই করার সিদ্ধান্তেই বোঝা যাচ্ছে যে, ভোট শুরু হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন! বাংলা পরিবর্তনের জন্য প্রস্তুত।” ফাইল ছবি
Mamata Banerjee, by relinquishing her traditional seat of Bhowanipore, has already conceded defeat, even before the first vote has been cast. Bring it on.
Bengal is ready for change!
— Amit Malviya (@amitmalviya) March 5, 2021