কাল শপথ মমতার, কারা পেলেন আমন্ত্রণ? দেখুন নাতিদীর্ঘ তালিকা!

কাল শপথ মমতার, কারা পেলেন আমন্ত্রণ? দেখুন নাতিদীর্ঘ তালিকা!

কলকাতা: বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ করোনার কারণে অনাড়ম্বর হবে শপথগ্রহণের অনুষ্ঠান৷ করোনা সতর্কতা-সহ বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ আমন্ত্রণ পেয়েছেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ পাশাপাশি আমন্ত্রণ জানানো হচ্ছে প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে৷

একই সঙ্গে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা থেকে শুরু করে সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য৷

এছাড়া শপথগ্রহণের অনুষ্ঠানে তৃণমূলের তরফে হাজির থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সি এবং ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ এছাড়াও তারকা সাংসদ দেব, শতাব্দীকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে খবর৷

এবার করোনা পরিস্থিতির কারণে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী বা নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়নি৷ দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেশের সমস্ত নেতাদের আমন্ত্রণ করে ব্রিগেড সমাবেশ করবেন৷ লোকসভা নির্বাচনের আগেও তৃণমূলের ব্রিগেড সমাবেশে দেখা গিয়েছিল দেশের বিরোধী নেতাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 2 =