‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে বদলাতে পারে দলের খোলনলচে, তৈরি হবে ’২৪ এর রোডম্যাপ

‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে বদলাতে পারে দলের খোলনলচে, তৈরি হবে ’২৪ এর রোডম্যাপ

কলকাতা: একুশের ভোটে সবুজ ঝড়ে পর্যুদস্ত গেরুয়া ব্রিগেড৷ এবার লক্ষ্য দিল্লি৷ তার আগে দলকে আরও শক্তিশালী করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নেওয়া হতে পারে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি৷ আজ দলের সাংগঠনিক বৈঠকেই হবে সেই সিদ্ধান্ত৷ যার জেরে পদ খোয়াতে পারেন একাধিক মন্ত্রী ও বিধায়ক৷

আরও পড়ুন- এবার ‘লক্ষ্য দিল্লি’, অধীরের প্রস্তাবে তৃণমূলের সঙ্গে জোট জল্পনা তুঙ্গে

শনিবার দুপুরে পর পর দুটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুপুর ২টোয় তৃণমূল ভবনে প্রথমেই হবে ওয়ার্কিং কমিটির বৈঠক৷ ওয়ার্কিং কমিটির সকল সদস্যই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলের ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেই রূপরেখাই তৈরি হবে এই বৈঠকে৷ ওয়ার্কিং কমিটির বৈঠকের পরেই বিভিন্ন জেলার সভাপতি, পুরসভার চেয়ারম্যান, বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী৷ এই বৈঠক হবে ভার্চুয়ালি৷ শুধুমাত্র দুই চব্বিশ পরগণা এবং হাওড়ার প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকবেন৷ তবে যশে ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিনিধিদের আসতে হবে না বলে জানানো হয়েছে৷ বৈঠক শুরু হওয়ার কথা দুপুর ৩টের সময়৷ 

আজকের বৈঠকে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে৷ কারণ আজ ঘোষণা হতে পারে এক ব্যক্তি এক পদ নীতি৷ যার জেরে বহু বিধায়ক ও মন্ত্রী পদ খোয়াতে পারেন৷ এই তালিকায় একাধিক জেলা সভাপতিও রয়েছেন৷ প্রত্যেককে নির্দিষ্ট পদে রেখে আরও ভালো করে কাজ করার বিষয়ে উৎসাহ দেওয়া হবে৷ পাশাপাশি বাড়তে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব৷ আর এই বৈঠকেই তৈরি হবে ২০২৪ সালে লোকসভা ভোটের রোডম্যাপ৷ বিধানসভায় বিপুল সাফল্যের পর মোদীর প্রতিপক্ষ হিসাবে মমতাকেই তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে৷ পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জাতীয় স্তরের মুখ হিসাবে তুলে ধরার চিন্তা ভাবনা হচ্ছে বলে কানাঘুষো৷  সেই সঙ্গে দলে ফিরতে চাওয়া নেতাদের নিয়ে বৈঠকে কথা হবে বলেও  জানা গিয়েছে৷ এদিনের বৈঠকে প্রশান্ত কিশোরও উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =