বিনিয়োগ টানতে উদ্যোগ, মুম্বই যেতে পারেন মমতা

বিনিয়োগ টানতে উদ্যোগ, মুম্বই যেতে পারেন মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই বিনিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা করেছেন তিনি। আগামী বছর বিজনেস সামিটের দিনক্ষণ পর্যন্ত জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি আগে থেকে বিনিয়োগ নিয়ে পদক্ষেপ নিতে এবার মুম্বই সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের ১ তারিখই বাণিজ্য নগরীতে যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। সেখানে গিয়ে একাধিক বৈঠক করার কথা রয়েছে মমতার। রাজনৈতিক মহলের ধারণা, আগামী বছরের বিজনেস সামিটের আগে মুখ্যমন্ত্রীর এই মুম্বই শহর এবং বিনিয়োগ সংক্রান্ত বৈঠক প্রচন্ড গুরুত্বপূর্ণ। এর আগেও এই শিল্প সম্মেলনের আগে একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে মমতাকে। এবারেও সেই একই কাজ করতে চলেছেন তিনি। উল্লেখ্য, আগামী বছর এপ্রিল মাসে রাজ্যে বিজনেস সামিট হওয়ার কথা রয়েছে। এখন তার আগে মুম্বই সফরে গিয়ে রাজ্যে বিনিয়োগের জন্য কিছু নতুন ঘোষণা করতে পারেন কিনা মুখ্যমন্ত্রী সেটাই দেখার।

শুরু থেকেই বাংলার শাসক দলের বিরুদ্ধে বিজেপি আক্রমণ করে গিয়েছে যে তারা শিল্পের প্রতি জোর দেয় না। রাজ্য শিল্প আসে না এবং এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস সরকার, এমনই অভিযোগ বিজেপির। সেই প্রেক্ষিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শুরু থেকেই শিল্পায়ন এবং কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে শাসক শিবির। রাজ্য শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিনিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই দিয়েছেন এবং আগামী কয়েক বছরের মধ্যে কত কর্মসংস্থান হতে পারে তার ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এখন দেখা যাক এই বৈঠক এবং আগামী বছরের শিল্প সম্মেলন থেকে বাংলা কী পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + three =