বিজেপি-কমিশনে নেই এতটুকু বিশ্বাস! গণনার আগে প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা

বিজেপি-কমিশনে নেই এতটুকু বিশ্বাস! গণনার আগে প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা

6474caa967446d388774225dcf1e8fcb

কলকাতা: প্রধান উদ্দেশ্য হল প্রার্থীদের সতর্ক করা এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া কারণ বিজেপি এবং নির্বাচন কমিশনে এতটুকু ভরসা নেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণে এবার ভোট পর্ব শেষ হবার পর গণনার আগে বিশেষ চিন্তা ভাবনা করছেন তিনি। সেই প্রেক্ষিতে আগামীকাল প্রার্থীদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন তিনি। স্পষ্ট দাবি করেছেন যে, তৃণমূল কংগ্রেসের জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে মিলে অনেক কিছু করতে পারে! মমতার আশঙ্কা, গণনায় কারচুপি করে মানুষের আসল রায় বদলে দিতে পারে তারা। ‌ সেই প্রেক্ষিতেই নিজেদের প্রার্থীদের সতর্ক করতে এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে আগামীকাল এই বৈঠক ডেকেছেন তিনি। জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দলের কর্মী এবং নেতাদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন যে ইভিএম ভালো করে পাহারা দিতে হবে। সেই প্রেক্ষিতে গণনায় যাতে কোনরকম কারচুপি না করতে পারে তার জন্য আলাদাভাবে সতর্ক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে আগামীকাল এই বৈঠক করতে চলেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *