প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, ইচ্ছাপ্রকাশ মমতার

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, ইচ্ছাপ্রকাশ মমতার

a03897e78a39db6bd0ed0e301b7e5169

কলকাতা: তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিল্লি সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর দিল্লি সফর ঘিরে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে উত্তেজনাও। এবার এই সফর ঘিরে কৌতুহল আরো বাড়লো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন যে রাজধানী গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে চান। 

এদিন নবান্নের সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, প্রতি বছর অধিবেশন শুরু হলে তিনি একবার দিল্লি যান, সেখানে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয় তাঁর। এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোটে জেতার পর সেখানে যাওয়া হয়নি তাই তিনি একবার দিল্লি যাবেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কবে তিনি দিল্লি যাচ্ছেন তা এখনো ঠিক হয়নি কিন্তু দিল্লি গেলে সময় পেলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, লোকসভা ভোটকে পাখির চোখ করে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো৷ জানা গিয়েছে, সেখানে কম করে ৫ দিন থাকবেন তিনি৷ 

আরও পড়ুন- অধীরের বিরুদ্ধে ‘ক্ষোভ’ উগড়ে ‘অপমানের’ জবাব, পদ ছাড়লেন সোমেন-পুত্র রোহন মিত্র

অন্যদিকে আগেই জানা গিয়েছে, এবার দিল্লিতেও পালিত হবে ২১ জুলাই৷ দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে শহিদ দিবস পালন করবেন তৃণমূল সাংসদরা৷ জায়ান্ট স্ক্রিনে চলবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ৷ তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে এই প্রথম রাজধানীর বুকে দাঁড়িয়ে ২১ জুলাই পালন করতে চলেছে পশ্চিমবাংলার শাসক দল৷ ওই দিন কলকাতা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বক্তব্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দিল্লিতেও শোনাবেন সাংসদরা৷ তৃণমূল সাংসদদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে তাঁদের পক্ষে কলকাতায় ফেরা সম্ভব নয়৷ তাই দিল্লিতেই ২১ জুলাই পালন করার সিদ্ধান্ত৷ কিন্তু রাজনৈতিক মহলের অভিমত, ২০২৪ এ লোকসভা নির্বাচন রয়েছে৷ লোকসভা ভোটকে পাখির চোখ করেই নিজেদের সংগঠনের শক্তি বৃদ্ধি করতে চাইছে তৃণমূল কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *