নির্যাতিতার বাড়িতে মমতা! রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে CBI-এর হাতে তদন্তভার

কলকাতা: আরজি কর হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসকের পানিহাটির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাাধ্যায়। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি৷ মমতা সাফ জানান, রবিবারের মধ্যে পুলিশ…

কলকাতা: আরজি কর হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসকের পানিহাটির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাাধ্যায়। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি৷ মমতা সাফ জানান, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ করতে না পারলে, সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে।

 

 

গত শুক্রবার আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার কক্ষ থেকে উদ্ধার হয় ওঅ তরুণী চিকিৎসকের দেহ৷ তাঁর শরীরের ক্ষত চিহ্ন ও পরিপার্শিক অবস্থা দেখার পর ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসির শাস্তি চেয়েছিলেন৷ জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছে, তিনি যেন নিজের পরিবারের কোনও সদস্যকেই হারিয়েছেন। ফোন করে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি৷ সেমবার সরকারি তাঁর বাড়িতে দেখা করতে যান মমতা৷ দুপুর পৌনে একটা নাগাদ আরডি করের ওই জুনিয়র চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷