লকডাউন সফল করতে এবার রাস্তায় নেমে মাইকিং মুখ্যমন্ত্রীর

লকডাউন সফল করতে এবার রাস্তায় নেমে মাইকিং মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনা রুখতে দ্বিগুণ উদ্যমে মাঠে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বাজারে গিয়ে সোশ্যাল ডিস্ট্যানসিং-এর পাঠ দেওয়ার পাশাপাশি হাসপাতাল, রেশন দোকানে ঘুরতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার আরেক কদম এগিয়ে লকডাউন সফল করতে রাস্তায় রাস্তায় ঘুরে মাইকে প্রচার করতে দেখা গেল তাঁকে৷

মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর কনভয় উপস্থিত হয় পার্কসার্কাস সেভেনপয়েন্টে৷ মাইক হাতে সেখানকার বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা আছি আপনাদের সমস্ত দিক খেয়াল রাখার জন্য অনুগ্রহ করে আপনারা ঘরে থাকুন। এ রোগ সবকিছু শেষ করে দেয়। নিজেকে বাঁচান। নিজের পরিবারকে বাঁচান। ভয় পাবেন না বাড়িতে থাকুন, খাওয়া-দাওয়া করুন, বিশ্রাম নিন, কোনরকম সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। সমস্ত রকম ভাবে ওরা আপনাকে সাহায্য করবে।’ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী আরও জানান, ‘পরিস্থিতি সামাল দিতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। যা কিছু করা হয়েছে আপনাদের ভালোর জন্যই করা হয়েছে। ভুল বুঝবেন না আমাদের। এই রোগের বিরুদ্ধে আমাদের লড়তে হবে একসঙ্গে। এবং আমরা জিতবই।’

পার্কসার্কাস সেভেন পয়েন্ট থেকে তপসিয়া। সেখান থেকে মাঠপুকুর। মাইক হাতে এভাবেই শহরজুড়ে সচেতনতা প্রচার চালালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুরোধ একটাই। ঘরে থাকুন। কোনওভাবেই বাইরে বের হবেন না। বাইরে আমরা আছি আপনাদের জন্য।

করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের গাফিলতির পাশাপাশি মৃত্যু তথ্য গোপন ও লুকিয়ে লাশ পোড়ানোর অভিযোগ এনেছে বিরোধীরা। একইসঙ্গে কেন্দ্রের কাছে অভিযোগ গিয়েছে, রাজ্যের একাধিক জায়গায় সঠিকভাবে পালন হচ্ছে না লকডাউন। যার জেরেই পরিস্থিতির খোঁজ নিতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এমন পরিস্থিতিতে কিছুটা হলেও কোণঠাসা রাজ্য সরকার। ফলস্বরূপ এবার মাইক হাতে নিজেই মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *