ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তৃতা করবেন মমতা, থাকতে পারে প্রশ্নোত্তর পর্ব

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তৃতা করবেন মমতা, থাকতে পারে প্রশ্নোত্তর পর্ব

bb654ca11557ea4a47b32a5c50075f4c

কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ। সেই উপলক্ষ্যে বক্তৃতা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর গান্ধী মূর্তির পাদদেশে এই অনুষ্ঠান হয়। কিন্তু এবার করোনা ভাইরাস পরিস্থিতির জন্য ভার্চুয়ালই বক্তব্য রাখবেন দলের নেত্রী। তবে এই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব থাকবে বলেও শোনা গিয়েছে। সূত্রে খবর, বক্তৃতার সময়ই এই প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হচ্ছে। 

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ইতিমধ্যেই টুইট করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আজ আমি ছাত্র পরিষদের সমস্ত সদস্যকে শুভ কামনা জানাচ্ছি। তোমাদের কৃতিত্ব এবং পার্টিতে অমূল্য অবদানের জন্য আমরা সকলে গর্বিত।  আমি গণতন্ত্র ধ্বংসকারী সমস্ত শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়ার জন্য ছাত্র সমাজের কাছে আহ্বান জানাচ্ছি।’ 

এদিকে, টুইট করেছেন দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ছাত্ররাই আমাদের গর্ব।’ এদিকে এদিন সকালে ত্রিপুরাতেও প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আগরতলা সার্কিট হাউসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 

বাংলার বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে গুরুত্ব অনেকটাই বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার ২১ জুলাইও জাতীয় স্তরেই পালন করেছেন তৃণমূল। বাংলার পাশাপাশি দিল্লিতে পালিত হয়েছে ২১ জুলাই। হিন্দি, ইংরাজি ভাষায় বক্তৃতা দিয়ে নিজেকে জাতীয় স্তরে আরও বেশি প্রতিষ্ঠিত করার কাজ করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো। এবার দেখা যাক ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি কী বার্তা দেন এবং আরও কী ভাবে নিজের দলকে উজ্জীবিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *