পুলিশ এলাকায় টাকা বিলি করছে! মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

পুলিশ এলাকায় টাকা বিলি করছে! মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ

কলকাতা: নন্দীগ্রামে নিজেকে প্রার্থী ঘোষণা করার পর আজ মনোনয়ন পেশ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকেই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলল ভারতীয় জনতা পার্টি শিবির। ব্যাপারটি নিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করা হয়েছে, তিনি নন্দীগ্রামে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং পুলিশকে দিয়ে কাজ করাচ্ছেন দলের।

বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের জন্য কাজে লাগিয়েছেন পুলিশ কর্মীদের। এলাকায় এলাকায় সাদা পোশাকে প্রচারে নামছে পুলিশ এবং বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করছে। একইসঙ্গে বিভিন্ন ক্লাবের কর্তাদের সঙ্গে আলোচনা করছে পুলিশকর্মীরা, একই সঙ্গে এলাকায় এলাকায় টাকা বিলি করা হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি শিবির। এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং নেতা শমীক ভট্টাচার্য জানান, মূলত ডিএসপি সহ বেশ কয়েকজন ইন্সপেক্টরকে দিয়ে কাজ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করা হয়েছে, চণ্ডীপুর এবং নন্দকুমারের মধ্যবর্তী সমস্ত হোটেল নাকি পুলিশ বুক করে নিয়েছে। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারের সমস্ত কাজ করছেন তারা। গতকাল নবান্নে গিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল পুলিশদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন জানায়। ঠিক তার পরের দিনই আবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল ভারতীয় জনতা পার্টি বঙ্গ ব্রিগেড। 

আরও পড়ুন-  প্রেমিকা ও মাকে ‘ছেড়ে’ উল্টো পথে বনি, যোগ দিলেন বিজেপিতে

কিছুদিন আগে নবান্নে এসে বিজেপি একাধিক অভিযোগ জানায়। মূলত পোস্টাল ব্যালটে এবছর নির্বাচনে দুর্নীতি হতে পারে বলেও আশঙ্কা করে তারা। এর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন পুলিশ অফিসারের নামে তারা অভিযোগ জমা দেয় নবান্নে। গতকাল ফের আসন্ন বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে ঘটানোর আবেদন জানিয়ে নবান্নে আসে বিজেপির প্রতিনিধি দল। একইসঙ্গে রাজ্যের পুলিশ আধিকারিক এবং উচ্চপদস্থ আধিকারিকরা যাতে নিরপেক্ষভাবে ভোটের কাজ করেন সেই ব্যাপারেও আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *