১২:১৫-এ বাজবে সাইরেন! নেতাজির নামে বিশ্ববিদ্যালয়, টুইট বার্তা মমতার

১২:১৫-এ বাজবে সাইরেন! নেতাজির নামে বিশ্ববিদ্যালয়, টুইট বার্তা মমতার

কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে এ যেন রাজনৈতিক ‘যুদ্ধ’! আজ শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে কলকাতায় তিনি। অন্যদিকে নেতাজির জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন আজ দুপুর ১২.১৫-তে বাজানো হবে সাইরেন, একই সঙ্গে আজাদ হিন্দ ফৌজ নামে রাজারহাটে মনুমেন্ট তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বলে সকলকে অবগত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে টুইট বার্তায় মমতা জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য, তিনি দেশনায়ক ছিলেন এবং দেশের অখন্ডতায় বিশ্বাসী ছিলেন। দেশনায়ক দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে। একইসঙ্গে তিনি জানান, রাজারহাটে আজাধীন ফৌজ নামে মনুমেন্ট তৈরি করা হয়েছে, পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে যা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের টাকায়। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয়ের সংযুক্তকরণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আজ রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের তরফে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে এই পদযাত্রা হবে রেড রোড পর্যন্ত। অন্যদিকে, আজ ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, সেই একই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের অনেক নেতৃত্বকে একসঙ্গে দেখা যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে। শহর থেকে ফিরে যাওয়ার আগে একপ্রস্থ শুভেন্দু অধিকারীর সঙ্গেও আলোচনা করবেন নরেন্দ্র মোদী বলেও জানা গিয়েছে।

 

 

 

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বাংলায় টুইট করে লিখেছেন, “পশ্চিম বঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *