ঘৃণার রাজনীতি নয়, জিতল উন্নয়ন আর একতা! ভোটের ফলে উচ্ছ্বসিত মমতা

ঘৃণার রাজনীতি নয়, জিতল উন্নয়ন আর একতা! ভোটের ফলে উচ্ছ্বসিত মমতা

8836c4c895b2e02b528c18dccaca799e

কলকাতা: মাত্র ৬ মাস আগে এই কেন্দ্রগুলির মধ্যে দুটিতে জিতেছিল বিজেপি এবং দুটিতে জিতেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আজ খেলা সম্পূর্ণ বদলে গিয়েছে কারণ চারটিতেই হারছে বিজেপি। বিধানসভা নির্বাচনের কয়েক মাসের মধ্যেই গেরুয়া হাওয়া উধাও বাংলা থেকে। আজকের উপ নির্বাচনের ফল কার্যত সেটাই প্রমাণ করে দিচ্ছে। সেই আত্মবিশ্বাস থেকেই সম্পূর্ণভাবে ফল ঘোষণার আগেই দলের জয়ে টুইট করে দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, ঘৃণার রাজনীতি হেরে গিয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, গোসাবা এবং দিনহাটা কেন্দ্রে ইতিমধ্যেই জিতে গিয়েছে ঘাসফুল শিবির এবং বাকি দুই কেন্দ্রে জয়ের দোরগোড়ায়। খড়দহে ঘাসফুল শিবির এগিয়ে প্রায় ৭৭ হাজার ভোটে। শান্তিপুরে তারা এগিয়ে প্রায় ৪১ হাজার ভোটে। দিনহাটায় তৃণমূল জিতেছে ১ লক্ষ ৬৩ হাজার ০৫ ভোটে এবং গোসাবায় জিতেছে ১ লক্ষ ৪১ হাজার ৮৯৩ ভোটে, যা কার্যত রেকর্ড। তবে বাকি ২ কেন্দ্রে যে ঘাসফুল শিবির জিততে চলেছে তাতে আপাতত কোনো সন্দেহ নেই। সেই প্রেক্ষিতে দলের জয়ে প্রচন্ড উচ্ছ্বসিত সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি টুইট করে লিখেছেন, “৪ কেন্দ্রের জয়ী প্রার্থীদের আমি মন থেকে অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয় এবং বাংলা দেখিয়ে দিয়েছে যে তারা উন্নয়ন এবং একতাকে বেছে নিয়েছে, ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে। মানুষের আশীর্বাদে আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাব সেই প্রতিজ্ঞাবদ্ধ।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *