বিপর্যস্ত পাহাড়, শীঘ্রই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা

বিপর্যস্ত পাহাড়, শীঘ্রই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা

7a22c62dfa9cc0b567ec23b032205f00

কলকাতা: লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গ। বিগত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ধস পর্যন্ত নেমেছে। শেষ কয়েক দিনে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী। এই প্রেক্ষিতেই এবার বিপর্যস্ত উত্তরবঙ্গের পর্যবেক্ষণে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহের শেষেই উত্তরবঙ্গ সফর করবেন তিনি বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিন অর্থাৎ ২৫ অক্টোবর শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তারপর দুদিন কার্শিয়াং যাবেন মমতা কিন্তু এই সফরে তিনি দার্জিলিং যাচ্ছেন না বলেই আপাতত জানা গিয়েছে। তিন দিনের সফর শেষ করার পর আগামী ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার বৃষ্টির কারণে একদিকে যেমন পাহাড়ের রাস্তা ঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক অন্যদিকে ধসের কারণে জনজীবন ব্যাহত। এমনকি রাজ্যের একাধিক জেলার বহু পর্যটক পাহাড়ে আটকে পড়েছেন। এই পরিপ্রেক্ষিতেই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ধস সরিয়ে রাস্তা খোলার পরেও নতুন করে বেশ কিছু জায়গায় আবারো ধস নেমেছে এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আবার শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তাতেও সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে পর্যটকদের একদিকে যেমন সমস্যা ঠিক তেমনই সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি রয়েছে বিদ্যুৎ এবং জলের সমস্যাও। উল্লেখ্য, পুজোতেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও সেটা তাঁর কোনও কাজের পরিপ্রেক্ষিতে সফর ছিল না বরং ব্যক্তিগতভাবে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সপরিবারে বেশ কয়েকদিন পাহাড়ে কাটান রাজ্যপাল এবং টয় ট্রেন চড়তে দেখা যায় তাঁকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *