mamata banerjee
কলকাতা: ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া টাকার দাবিতে রেড রোডের ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ধর্না মঞ্চ থেকেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াবেন তিনি৷ সূত্রের খবর, ধর্না শেষ করার দু’দিনের মধ্যেই দিল্লি উড়ে যাবেন তিনি। সেখানে একটি ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে’ যোগ দেবেন মমতা। তবে কার বা কাদের সঙ্গে বৈঠক, উদ্দেশ্যই বা কী, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷
শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার ধর্নায় বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বুধবার, অর্থাৎ আগামী ৭ ফেব্রুয়ারি তিনি দিল্লির বিমান ধরবেন৷ মনে করা হচ্ছে, সংসদে বাজেট অধিবেশন চলায় তৃণমূলের সাংসদেরা সেই সময় দিল্লিতেই থাকবেন। সম্ভবত তাঁদের সঙ্গে বৈঠক হতে পারে৷ আবার কেউ কেউ বলছেন, সম্প্রতি ‘ইন্ডিয়া’ জোটে বেশ কিছু পরিবর্তন এসেছে, তাই সে ব্যাপারেও মমতা কোনও বৈঠক হতে পারে৷