সুব্রত চলে গেলেন, মন্ত্রিহীন দফতর নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন মমতা

সুব্রত চলে গেলেন, মন্ত্রিহীন দফতর নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন মমতা

কলকাতা: রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর মন্ত্রীহীন। সেই কারণে রাজ্য সরকার খুব শীঘ্রই মন্ত্রিসভায় রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও পূর্ণ এবং প্রতিমন্ত্রী স্তরে আরো কয়েকটি দফতরের রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার এই রদবদল করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। 

উল্লেখ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্রেতা সুরক্ষা দফতর এতদিন সুব্রত মুখোপাধায়ের হাতে ছিল। এছাড়াও অমিত মিত্র অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেও গত ১৩ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হয়েছে। ফলে এই দফতরে নতুন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পুর এবং নগর উন্নয়ন, বন ও খাদ্য দফতরের মত কয়েকটি দফতরেও রদবদল হতে পারে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই। 

বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের৷ শুক্রবার সকালে ১০টায় রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় তাঁর দেহ৷ ২টো পর্যন্ত সেখানেই শায়িত রাখা হয়েছিল তাঁকে৷ সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়৷ তাঁকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এর পর বাড়িতে নিয়ে আসা হয় তাঁর দেহ৷ সেখান থেকে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ৷ সেখানে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে৷ তারপর শেষকৃত্য সম্পন্ন হয়। সব ঠিক থাকলে হয়তো গতকালই বাড়ি ফিরতেন তিনি। কিন্তু শেষটা ভালো হল না। বাড়ি ফিরে কী কী করতে চান, কী খেতে চান সব নিয়েই স্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, অসুস্থ অবস্থাতেই হাসপাতালে কাজ সেরেছিলেন মন্ত্রী। কিন্তু সেই আলোচনার পর কয়েক মিনিটেই সব শেষ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + five =