BREAKING: আরও স্বাভাবিক বাংলা! খুলছে পুজোর বাজার, সিনেমা হল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

BREAKING: আরও স্বাভাবিক বাংলা! খুলছে পুজোর বাজার, সিনেমা হল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আসছে পুজো৷ তার প্রস্তুতি পর্বের গাইডলাইন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাঙালি প্রাণের পুজো দুর্গা উৎসবকে কেন্দ্র করে যাতে আর্থসামাজিক ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে তা নিশ্চিত করতে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ আগামী পয়লা অক্টোবর থেকে বাংলাকে আরও স্বাভাবিক ছন্দে ফেরানোর বিষয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ সন্ধ্যায় টুইট করেন বাংলাকে আরও স্বাভাবিক করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, আগামী পয়লা অক্টোবর থেকে খুলে যাচ্ছে সিনেমা হল-সহ সমস্ত বিনোদন ক্ষেত্র৷ পয়লা অক্টোবর থেকে যাত্রা অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলোয় ছাড় দেওয়া হচ্ছে৷ পুজোর মার্কেট খুলে যাচ্ছে৷ পুজোর মাসে খুলে যাচ্ছে ওপেন এয়ার থিয়েটার৷ শুরু হবে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি ও ম্যাজিক শো৷ তবে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না৷ মানতে হবে দূরত্ব বিধি৷ বাধ্যতামূলক ভাবে পড়তে হবে মাস্ক৷ আজ মুখ্যমন্ত্রীর এই টুইট ঘোষণায় যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন পর্যবেক্ষক দলের একাংশ৷

 

আজ মুখ্যমন্ত্রী যখন বাংলাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, ঠিক তখন দৈনিক করোনা আক্রান্ত তথ্য প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ আজ সামান্য কমেছে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা৷ কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার১৮১ ও করোনা আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫৫ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 11 =