পায়ে চোট নিয়েই বিরোধী বৈঠকে যাচ্ছেন মমতা, সফরসঙ্গী অভিষেকও

পায়ে চোট নিয়েই বিরোধী বৈঠকে যাচ্ছেন মমতা, সফরসঙ্গী অভিষেকও

কলকাতা: পায়ে চোট আছে। চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু হাতে সময় কোথায়? কারণ আর কয়েক মাস পরেই নতুন বছর আর সেই বছরে লোকসভা ভোট। তাই প্রস্তুতি তো এখন থেকে নিতেই হবে। সেই কারণে পায়ে চোট নিয়েই বেঙ্গালুরু যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জুলাই মাসেই আবার বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি। সেই বৈঠকেই যোগ দিতে যাবেন তিনি। 

গত ২৩ জুন নীতীশ কুমারের উদ্যোগে পাটনায় বৈঠকে বসেছিল ১৭টি বিরোধী দল। একমঞ্চে এসেছিলেন সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এবার সেই বৈঠকের দ্বিতীয় দফা হতে চলেছে। আর জানা গিয়েছে, এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের আরও বড় তাৎপর্য হল, পঞ্চায়েত নির্বাচনে বিপুলভাবে জিতে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা। তাই আগামী দিনে বিজেপিকে হারলে তাঁর ভূমিকা যে থাকবেই থাকবে তা অস্বীকার করা কখনই যাবে না। তাহলে মমতার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী কাজ হতে চলেছে? 

জানা গিয়েছে, পায়ে চোট থাকার কারণে তৃণমূল সুপ্রিমোর সফরসঙ্গী হচ্ছেন তিনি। এছাড়া এই দলীয় বৈঠকে তিনিও কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। আগামী ১৭ ও ১৯ জুলাই এই বৈঠক হবে বেঙ্গালুরুতে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির থাকছেন বলেই সূত্রের খবর। তাঁর সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =