অপপ্রচার চালানো হতে পারে! মণিপুর ইস্যুতে বিজেপিকে নিয়ে সতর্কবার্তা মমতার

অপপ্রচার চালানো হতে পারে! মণিপুর ইস্যুতে বিজেপিকে নিয়ে সতর্কবার্তা মমতার

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

কলকাতা: উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর নিয়ে এখন উত্তাল গোটা দেশ। সেখানে যে পরিস্থিতি চলছে, মহিলাদের ওপর যে বর্বরোচিত আক্রমণ হচ্ছে তা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, কেন্দ্র এই বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না, দায়সারা অবস্থান নেওয়া হচ্ছে। অন্যান্য বিরোধী দলের মতোই তৃণমূল কংগ্রেসও এই নিয়ে ক্ষোভ জাহির করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ইস্যুতে ক্ষুব্ধ হয়ে নিজের ভাবনা ব্যক্ত করেছেন। দলের সুপ্রিমো হয়ে হোক, কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপিকে তোপ দাগতে ছাড়েননি। এবার সতর্কবার্তা দিলেন তিনি। 

সোমবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ধারনা, মণিপুরের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হতে পারে। রাজ্যেও এই ধরনের ঘটনার ফেক ভিডিয়ো ছড়িয়ে বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভ করার চেষ্টা হতে পারে বলে সন্দেহ করছেন তিনি। অবশ্যভাবেই তাঁর নিশানা রয়েছে বিজেপির দিকে। এমনকি মহরমের দিন বিজেপি কিছু একটা গণ্ডগোল পাকাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সকলে যাতে একটু সতর্ক থাকেন এই অনুরোধ করেছেন তিনি। বাংলার শান্তি যাতে কোনও ভাবেই বিঘ্নিত হতে না পারে সেই চেষ্টা করার কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

ইতিমধ্যেই মণিপুর ইস্যুতে কথা বলতে গিয়ে বাংলার প্রসঙ্গ টেনেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বাংলার একাধিক বিজেপি নেতারাও বঙ্গের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। পঞ্চায়েত নির্বাচনে অশান্তির অভিযোগ তো আছেই, এছাড়া রাজ্যেও একাধিক মহিলার শ্লীলতাহানি হয়েছে বলে দাবি তোলা হয়েছে। তাই গোটা বিষয় নিয়ে এখন একটা অশান্তির আবহ তৈরি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =