Aajbikel

প্রজন্ম তৈরি, আমার মৃত্যুর পর, ওদের গেঁথে দেবে! হুঙ্কার মমতার

 | 
মমতা

ইংরেজবাজার: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সফরে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলা সফর করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিন মালদহে সভা করেন মমতা। সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তার ইঙ্গিত দিলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির হানা দেওয়ার ঘটনা নিয়েও সরব হতে দেখা গেল তাঁকে। 

আজ মালদহের ইংরেজবাজারে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইডি, সিবিআই হানা নিয়ে কথা বলতে গিয়ে তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন। বলেন, যা চলছে, একদিন সব সামনে আসবে। কোনও কিছুই বেশিদিন লুকোনো যাবে না। এই প্রেক্ষিতেই মমতার কথা, ''আমার পরেও আমি প্রজন্ম তৈরি করছি। ববি আছে, অভিষেকরা আছে, ওরা এমনি এমনি তৈরি হচ্ছে? তৈরি করছি যাতে আমার মৃত্যুর পরেও এঁরা এদের গেঁথে দেয় ভালো করে। দিদি চলে গেল, আমরা বসে পড়লাম, কিছু করলাম না, এসব হবে না।'' প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হয়েছে সেখানে আজ যোগ দিয়েছিলেন মমতা। 

এদিনের এই সভা থেকে তিনি এনআরসি ইস্যু নিয়েও সরব হন। মমতা স্পষ্ট করেন, বাংলার মাটিতে তিনি এনআরসি হতে দেবেন না। মমতার সংযোজন, কোনও এনআরসি হবে না। নাগরিকত্ব নিয়ে যেন সকলে নিশ্চিন্তে থাকে। অসমে যা করা হয়েছে তা তিনি বাংলায় কোনও ভাবেই করতে দেবেন না। তবে বঙ্গবাসীকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। মমতা বলেছেন, সকলে যেন ভোটাধিকার প্রয়োগ করেন। কোনও ভাবেই যেন তার ভুল না হয়। 

Around The Web

Trending News

You May like