গুজরাত নয়, বাংলাই আদর্শ মডেল! যুক্তি দিলেন মমতা

গুজরাত নয়, বাংলাই আদর্শ মডেল! যুক্তি দিলেন মমতা

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের সময়ে বিজেপি নেতৃত্ব বারবার গুজরাট মডেলের কথা বলেছে। নির্বাচনী প্রচারে এসে গুজরাট মডেল থেকে শুরু করে উত্তর প্রদেশ মডেলের কথা বলে দাবি করা হয়েছে যে বাংলার উন্নয়ন করা হবে। তখনো যেমন গুজরাট মডেলকে একহাত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণ দিতে গিয়ে একইভাবে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে গুজরাট মডেলের তুলোধনা করলেন তিনি। যুক্তি দিয়ে বললেন যে গুজরাট মডেল নয়, বাংলার মডেল আদর্শ।

এদিন মমতা বলেন, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত হয়েছে। এদিকে কৃষকদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে জমির মিউটেশন সরকারই করে দিচ্ছে। অন্যদিকে মমতা আরো বলেন, বাংলায় দারিদ্রতা কমপক্ষে ৪০ শতাংশ কমে গিয়েছে। অন্যদিকে গোটা দেশজুড়ে অশান্তি এবং হিংসার ছবি দেখা দিয়েছে। মমতার স্পষ্ট বক্তব্য, বাংলায় আদর্শ মডেল, কোন গুজরাট বা উত্তরপ্রদেশ নয়। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ”রোশনি চাঁদ সে হোতা হ্যায়, সিতারোঁ সে নহি, মহব্বত কাম সে হোতা হ্যায় মোদিজী, মন কি বাত কহেনে সে নহি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =