‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক অবসাদে ভুগছেন। যার জেরে অনবরত বিজেপিকে দোষারোপ করছেন তিনি।’ রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনে কোচবিহারে যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে কটাক্ষ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ও। তিনি জানান, ১৬ তারিখ শিলিগুড়িতে বিজেপির রথযাত্রায় উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়ির সভাস্থল খতিয়ে দেখতেই কৈলাশ বিজয়বর্গীয় ও তিনি একসঙ্গে পর্যবেক্ষণে উত্তরবঙ্গে গিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর।
